সিবিএসই-র দ্বাদশের ফলে ছাত্রীদের আধিপত্য, প্রথমস্থানে মেঘনা শ্রীবাস্তব

পাশের হার ৮৩.০১ শতাংশ।

Updated By: May 26, 2018, 01:30 PM IST
সিবিএসই-র দ্বাদশের ফলে ছাত্রীদের আধিপত্য, প্রথমস্থানে মেঘনা শ্রীবাস্তব

নিজস্ব প্রতিবেদন: সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলে ছাত্রদের ছাপিয়ে গেল ছাত্রীরা। সবমিলিয়ে পাশের হার ৮৩.০১ শতাংশ। ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে প্রথমস্থান অধিকার করেছে মেঘনা শ্রীবাস্তব। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছে গাজিয়াবাদের এই মেয়ে।  

পাসের হারে ছাত্রদের অনেকটা পিছনে ফেলে দিয়েছে ছাত্রীরা। ৮৮.৩১ শতাংশ ছাত্রী পাস করেছে। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৮৮.৩১। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট সিবিএসই.এনআইসি.ইনে দেখা যাচ্ছে ফল।

এবার ১১ লক্ষ পরীক্ষার্থী বসেছিল সিবিএসসি পরীক্ষায়। পরীক্ষা চলাকালীন অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কে জড়ায় সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। ফের নেওয়া হয় অর্থনীতির পরীক্ষা।

দশম শ্রেণির ফলপ্রকাশ হয়নি এখনও। তার আগেই দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশ করে দিল সিবিএসই। বোর্ডের সচিব অনুরাগ ত্রিপাঠী জানিয়েছেন, ২৮ অথবা ২৯ মে রেজাল্ট ঘোষণা করা হবে। রেজাল্টের পর ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার কথা ভেবে একটি হেল্পলাইনও খোলা হয়েছে। তার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করা হবে। 

আরও পড়ুন- বিশ্বভারতীতে মোদীর নিরাপত্তায় ব্যাঘাত, ছবি উপহার দিলেন এক ব্যক্তি

.