কোল-গেট কাণ্ড: মনমোহন সিংকে জেরা করতে দেওয়া হয়নি, আদালতে জানাল সিবিআই

কয়লা ব্লক বন্টন দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল কংগ্রেসের। বিশেষ আদালতের কাছে আজ সিবিআই জানিয়েছে, এই মামলায় তত্কালীন প্রধানমন্ত্রী  মনমোহন সিংকে জেরার অনুমতি দেওয়া হয়নি।  

Updated By: Nov 25, 2014, 02:22 PM IST
কোল-গেট কাণ্ড: মনমোহন সিংকে জেরা করতে দেওয়া হয়নি, আদালতে জানাল সিবিআই

নয়া দিল্লি: কয়লা ব্লক বন্টন দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল কংগ্রেসের। বিশেষ আদালতের কাছে আজ সিবিআই জানিয়েছে, এই মামলায় তত্কালীন প্রধানমন্ত্রী  মনমোহন সিংকে জেরার অনুমতি দেওয়া হয়নি।  

দুর্নীতি প্রমাণ হওয়ায় ইতিমধ্যেই ২০০-র বেশি কয়লা ব্লক বন্টন বাতিল হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রাক্তন কয়লা সচিব পি সি পারেখ সহ একাধিক আধিকারিককে। কিন্তু, তত্কালীন কয়লামন্ত্রকের দায়িত্বে থাকা মনমোহন সিংকে জেরা করেনি সিবিআই। বিশেষ আদালত আজ তদন্তকারী অফিসারের কাছে জানতে চায়, কেন তত্কালীন প্রধানমন্ত্রী ও কয়লামন্ত্রকের দায়িত্বে থাকা মনমোহন সিংকে ডাকা হয়নি। তদন্তকারী অফিসার জানান, প্রধানমন্ত্রীর অফিসের আধিকারিকদের জেরা করে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ফলে তত্কালীন প্রধানমন্ত্রীকে জেরার দরকার মনে করেনি সিবিআই। যদিও একইসঙ্গে তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, তত্কালীন কয়লামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের অনুমতি মেলেনি। যদিও, কারা অনুমতি দেয়নি তা স্পষ্ট করেনি সিবিআই।

.