৬ কোটি ১০ লক্ষ টাকার LIC, সিবিআইয়ের তোপে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং
বিপাকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলা হিমাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই।
Updated By: Sep 26, 2015, 06:34 PM IST
ওয়েব ডেস্ক: বিপাকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলা হিমাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই।
শনিবার দিল্লি ও হিমালচলপ্রদেশের ১১টি জায়গায় তল্লাসি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বীরভদ্র সিংয়ের বিরুদ্ধে অভিযোগ,২০০৯ থেকে ২০১১ মধ্যে UPA সরকারের ইস্পাতমন্ত্রী থাকাকালীন ৬ কোটি ১০ লক্ষ টাকার LIC পলিসি করিয়েছিলেন তিনি। কোথা থেকে এত টাকা তিনি পেলেন তার উত্তর দিতে পারেন নি তিনি। CBI বীরভদ্র সিং, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সেই মামলায় এবার তল্লাসি হল বীরভদ্র সিংয়ের শিমলার বাড়িতে।