কাবেরী জলবণ্টন: সুপ্রিমকোর্টে ধাক্কা তামিলনাড়ুর
কাবেরী জলবণ্টন চুক্তি সংক্রান্ত মামলায় সুপ্রিমকোর্টে ধাক্কা খেল তামিলনাড়ু সরকার। গতকাল শীর্ষ আদালত তার রায়ে তামিলনাড়ুর সেচের জলের চাহিদার তুলনায় কর্নাটকের মানুষের পানীয় জলের সমস্যাকে অগ্রাধিকার দেয়। একইসঙ্গে আজকের মধ্যে প্রয়োজনীয় পানীয় জলের চাহিদা নির্ধারণ করে একটি রিপোর্টও কর্নাটক সরকারকে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
কাবেরী জলবণ্টন চুক্তি সংক্রান্ত মামলায় সুপ্রিমকোর্টে ধাক্কা খেল তামিলনাড়ু সরকার। গতকাল শীর্ষ আদালত তার রায়ে তামিলনাড়ুর সেচের জলের চাহিদার তুলনায় কর্নাটকের মানুষের পানীয় জলের সমস্যাকে অগ্রাধিকার দেয়।
একইসঙ্গে আজকের মধ্যে প্রয়োজনীয় পানীয় জলের চাহিদা নির্ধারণ করে একটি রিপোর্টও কর্নাটক সরকারকে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
২২ জানুয়ারি কর্নাটক সরকারের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। কর্নাটক সরকার চুক্তি অনুযায়ী জল না ছাড়ায় তামিলনাড়ুর যে পরিমাণ ফসল নষ্ট হয়েছে তার জন্য ক্ষতিপূরণও দাবি করেন তিনি।
সব দিক খতিয়ে দেখে শীর্ষ আদালত কর্নাটকের পানীয় জলের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ায় বেকাদায় পড়লেন জয়ললিতা।