কাবেরী জলবণ্টন নিয়ে অগ্নিগর্ভ কর্নাটক, বিক্ষোভের আঁচ ছড়িয়েছে চেন্নাইতেও

কাবেরী জলবণ্টন নিয়ে অগ্নিগর্ভ কর্নাটক। নতুন নির্দেশে সুপ্রিম কোর্ট জলছাড়ার পরিমাণ কমালেও, সময়সীমা পাঁচদিন বাড়িয়ে দিয়েছে। এরপরই বিক্ষোভে রণক্ষেত্রে চেহারা নেয় বেঙ্গালুরু, মহীশুর। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে চেন্নাইতেও। দুই রাজ্যের বাসিন্দাদের উদ্দেশেই শান্তিরক্ষার আবেদন জানিয়েছে কর্নাটক সরকার। বিক্ষোভে ফুটছে কর্নাটক। কাবেরী নদীর জলবণ্টন ঘিরে উত্তাল দক্ষিণের এই রাজ্য। রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেঙ্গালুরু। তামিলনাড়ুর জন্য কাবেরী নদীর জল ছাড়তে হবে কর্নাটককে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর থেকেই উত্তপ্ত দাক্ষিণাত্য। নির্দেশ বদলের আর্জি জানিয়ে আদালতে যায় কর্নাটক সরকার। সেই আর্জি খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ,

Updated By: Sep 12, 2016, 09:56 PM IST
কাবেরী জলবণ্টন নিয়ে অগ্নিগর্ভ কর্নাটক, বিক্ষোভের আঁচ ছড়িয়েছে চেন্নাইতেও

ওয়েব ডেস্ক: কাবেরী জলবণ্টন নিয়ে অগ্নিগর্ভ কর্নাটক। নতুন নির্দেশে সুপ্রিম কোর্ট জলছাড়ার পরিমাণ কমালেও, সময়সীমা পাঁচদিন বাড়িয়ে দিয়েছে। এরপরই বিক্ষোভে রণক্ষেত্রে চেহারা নেয় বেঙ্গালুরু, মহীশুর। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে চেন্নাইতেও। দুই রাজ্যের বাসিন্দাদের উদ্দেশেই শান্তিরক্ষার আবেদন জানিয়েছে কর্নাটক সরকার। বিক্ষোভে ফুটছে কর্নাটক। কাবেরী নদীর জলবণ্টন ঘিরে উত্তাল দক্ষিণের এই রাজ্য। রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেঙ্গালুরু। তামিলনাড়ুর জন্য কাবেরী নদীর জল ছাড়তে হবে কর্নাটককে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর থেকেই উত্তপ্ত দাক্ষিণাত্য। নির্দেশ বদলের আর্জি জানিয়ে আদালতে যায় কর্নাটক সরকার। সেই আর্জি খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ,

আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!

প্রতিদিন ১৫,০০০ কিউসেকের বদলে ১২,০০০ কিউসেক জল ছাড়তে হবে কর্নাটককে তবে জল ছাড়ার সময়সীমা ১০ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করার নির্দেশ দেয় আদালত এতেই আগুনে ঘি পড়ে। বেঙ্গালুরুর রাজপথ একটা সময় কার্যত বিক্ষোভকারীদের দখলে চলে যায়। তামিলনাড়ু থেকে আসা বিভিন্ন যানে অবাধে চলে ভাঙচুর, অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেঙ্গালুরুর বহু জায়গায় লাঠিচার্জ করে পুলিস।  প্রত্যাঘাতের আশঙ্কায় তামিলনাড়ু গামী সব বাস বন্ধ রেখেছে কর্নাটক সরকার। দুই রাজ্যের সীমানায় মোতায়েন করা হয়েছে পুলিস। বন্ধ বেঙ্গালুরুর সব স্কুল কলেজ। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে তামিলনাড়ুতেও। সোমবার ভোরে চেন্নাইয়ে কর্নাটকের একটি সংস্থার হোটেলে হামলা হয়। রামেশ্বরমে কর্নাটক থেকে আসা তীর্থযাত্রীদের বাসেও হামলা হয়েছে। তামিলনাড়ুতে কর্নাটকের বাসিন্দাদের নিরাপত্তার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়ে জয়ললিতাকে চিঠি দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।

আরও পড়ুন  বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

.