লোকপালের সংশোধনীতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভা
লোকপাল বিলে উল্লেখযোগ্য সংশোধনী আনার বিষয়ে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে রাজ্য লোকায়ুক্ত গঠনের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ আর থাকবে না। আসন্ন বাজেট অধিবেশনেই লোকপাল বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র।
লোকপাল বিলে উল্লেখযোগ্য সংশোধনী আনার বিষয়ে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে রাজ্য লোকায়ুক্ত গঠনের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ আর থাকবে না। আসন্ন বাজেট অধিবেশনেই লোকপাল বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র।
বাজেট অধিবেশনেই লোকপাল বিল পাশ করানো হবে বলে আশ্বাস দিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এর পাশাপাশি ভার্মা কমিটির সুপারিশের বাস্তবায়নের বিষয়ে অর্ডিন্যান্স জারি নিয়েও ভাবনা চিন্তা করছে কেন্দ্র।
বিলের নতুন খসড়া আগেই খারিজ করে দিয়েছেন আন্না হাজারে। নতুন খসড়া অনুসারে দুর্নীতির মোকাবিলায় বিলটি অত্যন্ত দুর্বল হয়ে পড়বে বলেই মনে করেন তিনি।