ইন্টার্ন হেনস্থা কাণ্ডে আরও বিপাকে অশোক গাঙ্গুলি, সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

ইন্টার্ন হেনস্থা কাণ্ডে আরও বিপাকে পড়লেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি। এই মামলায় প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জাতীয় বা কোনও রাজ্যের মানবধিকার কমিশনের প্রধানকে সরাসরি অপসারণ করার ক্ষমতা থাকে একমাত্র দেশের রাষ্ট্রপতির। প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের ফলে এবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে তদন্তের নির্দেশ দেবেন। জানতে চাইবেন সুপ্রিমকোর্টের মতামত। সুপ্রিমকোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি অশোক গাঙ্গুলি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। এর আগে দেশের শীর্ষ আদালত যেহেতু প্রাথমিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অশোক গাঙ্গুলিকে দোষী সব্যস্ত করেছিল তাই অনুমান করা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের ফলে অশোক গাঙ্গুলির বিপদ আরও বাড়ল।

Updated By: Jan 2, 2014, 07:20 PM IST

ইন্টার্ন হেনস্থা কাণ্ডে আরও বিপাকে পড়লেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি। এই মামলায় প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জাতীয় বা কোনও রাজ্যের মানবধিকার কমিশনের প্রধানকে সরাসরি অপসারণ করার ক্ষমতা থাকে একমাত্র দেশের রাষ্ট্রপতির। প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের ফলে এবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে তদন্তের নির্দেশ দেবেন। জানতে চাইবেন সুপ্রিমকোর্টের মতামত। সুপ্রিমকোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি অশোক গাঙ্গুলি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। এর আগে দেশের শীর্ষ আদালত যেহেতু প্রাথমিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অশোক গাঙ্গুলিকে দোষী সব্যস্ত করেছিল তাই অনুমান করা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের ফলে অশোক গাঙ্গুলির বিপদ আরও বাড়ল।

গতকালই অশোক কুমার গাঙ্গুলির অপসারণের বিষয়টি কেন্দ্রীয় ক্যাবিনেটের কোর্টে চলে যায়। এব্যাপারে মতামত জানিয়ে একটি নোট তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ ক্যাবিনেটের বৈঠকে এ ব্যাপারে কেন্দ্রীয় ক্যাবিনেট প্রেসিডেন্সিয়াল রেফারেন্স চাইবেন কী না সে বিষয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।

অ্যাটর্নি জেনারেল জি ই বাহানবতীর পরামর্শও ওই বৈঠকে খতিয়ে দেখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার গাঙ্গুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলেই কেন্দ্রকে প্রস্তাব দিয়েছেন বাহানবতী। কেন্দ্রীয় ক্যাবিনেট অনুমোদ দিলে, তা যাবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে। সেক্ষেত্রে

.