Budget 2020: যেতে কত টাকা নিবি? বাজেট নিয়ে 'দিদি'র সুর ফিরহাদের গলায়

এদিন বাজেট নিয়ে বলতে গিয়ে চাঁচাছোলা ভাষায় মোদী সরকারকে নিশানা করেন ফিরহাদ হাকিম।

Updated By: Feb 1, 2020, 07:03 PM IST
Budget 2020: যেতে কত টাকা নিবি? বাজেট নিয়ে 'দিদি'র সুর ফিরহাদের গলায়

নিজস্ব প্রতিবেদন: বাজেট নিয়ে নেত্রীর সুরেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন ফিরহাদ হাকিম। কটাক্ষের সুরে কলকাতার মেয়র বলেন,''যেতে কত নিবি? যাবে তো সিওর।'' এদিন ভারতীয় জীবনবিমা নিগমে (LIC)সরকারের হাতে থাকা অংশ আইপিও-র মাধ্যমে বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।    

এদিন বাজেট নিয়ে বলতে গিয়ে চাঁচাছোলা ভাষায় মোদী সরকারকে নিশানা করেন ফিরহাদ হাকিম। বলেন,''কেন্দ্রীয় সরকার দেশটা না বিক্রি করে ক্ষান্ত হবে না। তাই যেতে কত নিবি? যাবে তো সিওর। তার আগে কত টাকা দরকার ওদের? দেশটা বেচেই যাবে।''

তার আগে বাজেট নিয়ে টুইটারে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি টুইট করেন, ''দেশের প্রতিষ্ঠানগুলির ঐতিহ্য বিকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এটা দেশে আমি   হতবাক ও  বিস্মিত। নিরাপত্তা বোধের অবসান হল। শেষ হল একটা যুগ।''     

 

তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন, দেশের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিল বাজেট। আইসিউ থেকে অর্থনীতি চলে গেল ভেন্টিলেটরে। কর্মসংস্থান নিয়ে কোনও কথা নেই। উল্লেখ নেই গরিবদের কথা। রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া, এখন এলআইসিকে বেচে দেওয়া হল। কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলা হয়েছে। কিন্তু কীভাবে সম্ভব? আয়করে ১০০টার মধ্যে ৭০টা ছাড় তো তুলে দেওয়া হয়েছে। মহিলা উন্নতিতে মাত্র ৬৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৫০ শতাংশ ব্যয় করা হয়েছে বিজ্ঞাপনে।

 

 

 আগামী অর্থবর্ষে ২.১ লক্ষ কোটি টাকার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবর্ষে সেই লক্ষ্য ১.০৫ লক্ষ কোটি। ১৮ হাজার কোটি টাকাই তুলতে সক্ষম হয়েছে সরকার। ইতিমধ্যেই বিপিসিএল, শিপিং কর্পোরেশন ও কন্টেনার কর্পোরেশনের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চেয়ে চাওয়া হয়েছে দরপত্রও। শনিবার নির্মলা সীতারমন ঘোষণা করেন, ''সরকারি অংশ আইপিও (Initial Public Offering)-র মাধ্যমে লাইফ ইনসুরেন্স কর্পোরেশনের (LIC)-র শেয়ার বিক্রি করবে সরকার।''  

আরও পড়ুন- Budget 2020: কর ছাড়ে আপনার হাতে কত টাকা বাড়তি আসছে? 

.