উচিত শিক্ষা দিন, বাতিল করুন চিনা দ্রব্য, আর্জি রামদেবের
Updated By: Aug 14, 2017, 06:27 PM IST
ওয়েব ডেস্ক : চিনা দ্রব্য বাতিল করুন। চিন থেকে যা যা আমদানি করা হয়, তার সবটাই বর্জন করুন। কারণ পাকিস্তানকে সমর্থন করে চিন। তাই চিনা দ্রব্য বাতিল করে শিক্ষা দিন পাকিস্তানকে। এবার দেশের মানুষের কাছে এমনই আর্জি জানালেন যোগগুরু রামদেব।
পাশাপাশি রামদেব আরও বলেন, মনকে সুস্থ করতে যোগ করুন। মন দিন যোগাসনে। যাঁরা মন দিয়ে যোগ করেন, তাঁরা কখনও জঙ্গি গোষ্ঠির সদস্য হতে পারে না। আর তাই জম্মু কাশ্মীরের স্কুলগুলিতেও এবার থেকে যোগাসন করানো হোক বলেও মন্তব্য করেন রামদেব। যাঁদের ছোট থেকে যোগাসন করানো হয়, জঙ্গিরা কখনও তাদের মনকে স্পর্শ করতে বা কলুষিত করতে পারে না বলেও মন্তব্য করেন যোগগুরু।
Tags: