আমরা আগে মুসলিম, পরে ভারতীয় : সপা সাংসদ মাভিয়া আলি

Updated By: Aug 14, 2017, 05:42 PM IST
আমরা আগে মুসলিম, পরে ভারতীয় : সপা সাংসদ মাভিয়া আলি

ওয়েব ডেস্ক: আমরা আগে মুসলিম, তারপরে ভারতীয়, বললেন সমাজবাদী পার্টির নেতা তথা সাংসদ মাভিয়া আলি। উত্তরপ্রদেশের দেওবাঁদের সাংসদ মাভিয়া আরও বলেন, "যদি ইসলামের সঙ্গে কোনও কিছুর (সংবিধান, আইন) সংঘাত হয়, তাহলে আমরা ইসলামের সঙ্গেই থাকব"। ১৫ই অগস্টের প্রাক্কালে উত্তরপ্রদেশের যোগী সরকার নির্দেশ দেয় যে, রাজ্যের সব মাদ্রাসাতে স্বাধীনতা দিবস পালন করতে হবে এবং জাতীয় সঙ্গীত গাইতে হবে। এই নির্দেশিকারও বিরোধিতা করে মাভিয়া বলেছেন, আমরা এসব কিছুতেই পালন করব না।

উল্লেখ্য, আজই জাতীয় সঙ্গীতে 'ইসলামের পরিপন্থী' শব্দের উপস্থিতির কথা বলে রাজ্যের মাদ্রাসাগুলিতে স্বাধীনতা দিবসের দিন জাতীয় সংগীত গাওয়ার নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে যোগী সরকারের কাছে পৌঁছেছে সেরাজ্যের মৌলানারা। পিলভিটের মুফতি জারতাব রাজা খান ‌যোগী সরকারের কাছে আবেদন জানিয়েছেন, সরকার মাদ্রাসাগুলির ওপর জারি করা ওই নির্দেশিকা তুলে না নিলে রাজ্যের মুসলিমদের কাছ ওই নির্দেশিকা অমান্য করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। পাশাপাশি তবে রাজা খান জানিয়েছেন, তাঁরা মাদ্রাসাগুলিতে জাতীয় পতাকা তোলার সময়ে সারে জাঁহা সে আচ্ছ গাইতে চান।

.