পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোম বিস্ফোরণে মৃত অন্তত ৪০

ফের রক্তাক্ত পাকিস্তান। আজ সে দেশের সিন্ধ প্রদেশে একটি মসজিদে ভয়াবহ বোম বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৪০জন। নিহতদের মধ্যে রয়েছে বেশ কিছু শিশুও। গুরুতর আহত ৫৫।  

Updated By: Jan 30, 2015, 09:31 PM IST
পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোম বিস্ফোরণে মৃত অন্তত ৪০

করাচি: ফের রক্তাক্ত পাকিস্তান। আজ সে দেশের সিন্ধ প্রদেশে একটি মসজিদে ভয়াবহ বোম বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৪০জন। নিহতদের মধ্যে রয়েছে বেশ কিছু শিশুও। গুরুতর আহত ৫৫।  

শুক্রবারের নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শিকাপুরের লখি দার অঞ্চলের শিয়া মুসলিম ইমমবড়ার সামনে জোরাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ইমমবড়াটির ছাদ।

এই বিস্ফোরণ এতটাই জোরাল ছিল যে বহুদূর থেকেও এর শব্দ শোনা যায়। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বহু মানুষ। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন অনেকে।

এই বিস্ফোরণকে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলার নবতম সংযোজন। বর্তমানে র‍্যাডিকাল সংখ্যাগুরু সুন্নি মুসলিমদের টার্গেট হচ্ছেন সংখ্যালঘু শিয়া সম্প্রদায় ভুক্ত মুসলিমরা।

জুনদুল্লাহ নামের জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে। তাদের মুখপাত্র ফাহাদ মারওয়াত জানিয়েছে ''শিয়ারাই আমাদের মূল লক্ষ্য, ওরা আমাদের শত্রু''।

 

.