জম্মু-কাশ্মীরের হান্ডওয়াড়ায় সেনা ছাউনিতে বিস্ফোরণ
১৫ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনির মধ্যে বিস্ফোরণ।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের হান্ডওয়াড়ায় ভারতীয় সেনার ছাউনিতে ঘটল বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন কমপক্ষে দুই জওয়ান। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।
কুপওয়াড়া জেলার হান্ডওয়াড়ার লখমপৌরা রাজবরে ১৫ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনির মধ্যে বিস্ফোরণের খবর মিলেছে। দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর।
পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে জঙ্গি হামলার পর থেকে উপত্যকার পরিস্থিতি উত্তপ্ত। পুলওয়ামার পর বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় বায়ুসেনা। তারপর থেকে কড়া নিরাপত্তা উপত্যকায়। এর মাঝেই চলছে সেনা অভিযান। জঙ্গিদের খোঁজে তটস্থ। এমন অবস্থায় সেনা ছাউনিতে বিস্ফোরণের ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য।
এদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাতেও চলছে গোলাগুলির লড়াই। বৃহস্পতিবার মানোয়ালের পাক চৌকি থেকে উড়ে আসা গোলায় গুরুতর আহত হন তিনজন সাধারণ মানুষ। ভারতীয় সেনা ও বিএসএফ-এর তরফে শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালানো হয়। ভারতীয় সেনার অতর্কিত হামলা ঠাওর করতে পারেনি পাক সেনা। কিছু বুঝে ওঠার আগেই তাদের মানোয়ালের চৌকি ধ্বংস হয়। পাক চৌকি ধ্বংসের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- উত্তরবঙ্গে মমতা, 'কারসাজি ধরতে এসেছি', কোচবিহারে পৌঁছে বললেন মুকুল