উত্তরাখণ্ডে ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানাল বিজেপি
প্রবল তুষারপাতের কথা মাথায় রেখে উত্তরাখণ্ডের নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল বিজেপি। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার ওয়াইএস কুরেশির সঙ্গে দেখা করেন বিজেপি-র ভাইস প্রেসিডেন্ট মুখতার আব্বাস নাকভি।
প্রবল তুষারপাতের কথা মাথায় রেখে উত্তরাখণ্ডের নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল বিজেপি। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার ওয়াইএস কুরেশির সঙ্গে দেখা করেন বিজেপি-র ভাইস প্রেসিডেন্ট মুখতার আব্বাস নাকভি। কুরেশিকে নাকভি জানান, উত্তরাখণ্ডের বেশির ভাগ এলাকাতেই প্রবল তুষারপাত হচ্ছে। ভোট দিতে গিয়ে সাধারণ মানুষের অসুবিধা হবে। প্রচন্ড তুষারপাতের ফলে রাজনৈতিক নেতারাও ভোট প্রচার করতে পারছেন না। তাই উত্তরাখণ্ডের ভোট পিছিয়ে দেওয়া হোক। উত্তরাখণ্ডে ৭০টি আসনে ভোট হবে ৩০ জানুয়ারি। মুসলিমদের ধর্মীয় উত্সবের জন্য ইতিমধ্যেই উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটগ্রহণ পূর্বঘোষিত ৪ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মনিপুর এবং গোয়ার বিধানসভা ভোটের গণনার দিন ৪ মার্চ থেকে পিছিয়ে ৬ মার্চ করা হয়েছে। মনিপুরের ৬০টি বিধানসভা কেন্দ্রে ২৮ জানুয়ারি, পঞ্জাবের ১১৭ এবং উত্তরাখণ্ডের ৭০ আসনে ৩০ জানুয়ারি এবং গোয়া বিধানসভার ৪০টি কেন্দ্রে ৩ মার্চ ভোট নেওয়া হবে।