মিথ্যা ও বিভ্রান্তিকর ভাষণের অভিযোগে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে বিজেপি
কংগ্রেস সভাপতির এহেন 'গান্ধীগিরি'কে শিশুসুলভ আখ্যা বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করতে চলেছে বিজেপি। বিজেপি নেতা তথা সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বলেন, ''অধিবেশনে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য রাখার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবেন বিজেপি সাংসদরা।''
এদিন লোকসভার অধিবেশনে ভাষণের পর প্রধানমন্ত্রীকে 'ঝাপ্পি' দিয়ে প্রচারের আলো কেড়ে নিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির এহেন 'গান্ধীগিরি'কে শিশুসুলভ আখ্যা দিয়েছে বিজেপি। অনন্ত কুমার বলেন, ''ওঁর ব্যবহার শিশুসুলভ। বড় হলেও দুর্ভাগ্যবশত মানসিকভাবে সবল হননি। দুঃখের বিষয় কংগ্রেসের সভাপতি এমন অপরিণত ও অজ্ঞ।''
His behaviour was childish. He has grown old but it is unfortunate that he has not grown up. It is unfortunate that the president of Congress is so ill-informed and immature: Ananth Kumar, BJP leader and Union Affairs minister on #RahulGandhi pic.twitter.com/k2EknQneFm
— ANI (@ANI) July 20, 2018
BJP MPs will move a privilege motion against Rahul Gandhi for putting forth falsehood and misleading the Parliament: Ananth Kumar, BJP leader and Union Affairs minister pic.twitter.com/QSCFEdQEKM
— ANI (@ANI) July 20, 2018
বিজেপি সাংসদ কিরণ খেরের কথায়, ''কোনও প্রমাণ ছাড়াই আমাদের মন্ত্রীদের নিশানা করতে পারেন না রাহুল গান্ধী। ওনার লজ্জা হওয়া উচিত। প্রধানমন্ত্রীতে জড়িয়ে ধরে সংসদে নাটক করছেন উনি। মনে হচ্ছে, উনি এবার বলিউডে পা রাখতে চলেছেন। আমরাই ওকে সেখানেই পাঠিয়ে দেব।''
Rahul Gandhi should be ashamed, he can't target our ministers without any proof. He was doing drama in the house and hugging Modi ji. I think his next step will be Bollywood. We will have to send him there: Kirron Kher, BJP MP#NoCofidenceMotion pic.twitter.com/nKN1ghaB0m
— ANI (@ANI) July 20, 2018
রাহুলকে নেশাখোর বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। তাঁর মন্তব্য, ''উনি পঞ্জাবি নেশাখোর বলেছিলেন। ওনাকে জিজ্ঞেস করলাম, আজ কী নেশা করে এসেছেন?'' সংসদেও উঠে দাঁড়িয়ে হরসিমরত বলেন, ''এটা সংসদ। মুন্না ভাইয়ের পাপ্পি-ঝাপ্পি করার জায়গা নয়।''
#WATCH: Union Minister Harsimrat Kaur Badal says,"I asked Rahul Gandhi aaj kaunsa karke aaye hai? Because he had earlier called Punjabis 'nashedis'. #NoConfidenceMotion pic.twitter.com/HiCsCVnCVb
— ANI (@ANI) July 20, 2018
Lok Sabha speaker Sumitra Mahajan says, 'aap to muskura rahi theen' when Harsimrat Kaur Badal stands up to speak saying allegations were made against her during Rahul Gandhi's speech'. Badal says, "Ye sansad hai, ye Munna bhai ka pappi jhappi area nahin hai". pic.twitter.com/d1RJBVnOq4
— ANI (@ANI) July 20, 2018
একইসুর স্মৃতি ইরানির গলায়। তাঁর কথায়,কোনও প্রমাণ ছাড়াই নেতিবাচক কথা বলেছেন রাহুল। প্রতিটি নির্বাচনেই তাঁকে এর দাম চোকাতে হচ্ছে।
We all have witnessed the lies propagated by Rahul Gandhi in Lok Sabha today. He had absolutely no proof but only political negative rhetoric and that itself has cost him in every election that he has fought: Union Minister Smriti Irani #NoCofidenceMotion pic.twitter.com/NA3Q3Mxryr
— ANI (@ANI) July 20, 2018
প্রত্যাশিতভাবেই রাহুলের এহেন গান্ধীগিরিতে খুশি কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ''ঘৃণার ঝড়কে কী ভাবে রুখে দিতে পারে ভালবাসার জাদু কি ঝাপ্পি, সেটাই দেখিয়ে দিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের ভালবাসার আয়না মোদীকে দেখালেন তিনি।''
Nischhal prem ki jadoo ki ek jhappi nafrat ki aandhi ko kaise rok sakti hai yeh #RahulGandhi ji ne dikhaya. Akhir Rahul ji ne Congress ke mohabbat ka aina Modi ji ko dikha hi diya: Randeep Surjewala, Congress pic.twitter.com/ZDRaBV22Gv
— ANI (@ANI) July 20, 2018
এক ধাপ এগিয়ে কংগ্রেস সাংসদ রাজীব সাতভ বলেন, ''একবার রাহুল গান্ধী বলেছিলেন, তিনি সংসদে ভাষণ দিলে ভূমিকম্প আসবে, আজ সেই হল।''
Rahul Gandhi had once said the day he will speak in the Parliament earthquake will come and today it has definitely come: Rajiv Satav, Congress MP #NoConfidenceMotion pic.twitter.com/SusaWW6Y8x
— ANI (@ANI) July 20, 2018
এদিন নোটবন্দি থেকে ডোকলাম ইস্যুতে নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান রাহুল গান্ধী।
আরও পড়ুন- ভোট বালাই! বিতর্কিত FRDI বিল প্রত্যাহার করতে চলেছে মোদী সরকার