দলিত ভোটব্যাঙ্ক টানতে আম্বেদকর জয়ন্তীতেই বিহারে ভোটের প্রচার শুরু বিজেপির

Updated By: Apr 14, 2015, 11:32 PM IST
দলিত ভোটব্যাঙ্ক টানতে আম্বেদকর জয়ন্তীতেই বিহারে ভোটের প্রচার শুরু বিজেপির

বিহার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি। লালু-নীতীশের দলিত ভোট ব্যাঙ্কে থাবা বসাতে বি আর আম্বেডকারের জন্মদিনে পাটনায় সভা করলেন অমিত শাহ। নীতীশ কুমারের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর বিহার বিধানসভার ভোট। মোদী-শাহ জুটির কাছে প্রেস্টিজ ফাইট। মঙ্গলবার, পটনার গান্ধী ময়দানের সভায় বিহারের মুখ্যমন্ত্রীকে টার্গেট করলেন অমিত শাহ।

লালু-নীতীশ জোট বাঁধায় বিহারের পনেরো শতাংশ দলিত ভোট তাঁরাই টেনে নেবেন বলে বিজেপির আশঙ্কা। দলিত ভোটকে পাখির চোখ করে বি আর আম্বেডকারের জন্মদিনেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল বিজেপি। দলতি ভোট টানতে বিজেপির কৌশল সফল হবে না বলে দাবি করেছেন নীতীশ কুমার।

নীতীশ কুমারকে আটকাতে মহাদলিত সম্প্রদায়ের নেতা জিতনরাম মাঝিকে ব্যবহার করতে চেয়ে মুখ পুড়েছে। দিল্লি ভোটে শোচনীয় পরাজয়ের পর বিহারেও ফল খারাপ হলে দলের ভিতরেই মোদী-শাহ জুটিকে নিয়ে প্রশ্ন উঠবে। এই পরিস্থিতিতে বিহার দখলের দৌড়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তাঁরা। আম্বেডকারের জন্মদিনে অমিত শাহ, রাজনাথ সিং সহ দলের প্রথম সারির নেতাদের নিয়ে সভা করে দলীয় কর্মীদের সেই বার্তাই দিল বিজেপি।

 

.