অসমের ধর্ষণকাণ্ড উস্কে কাঠুয়ায় সাম্প্রদায়িক রং লাগানোর অভিযোগ বিজেপির
কাঠুয়া, উন্নাও নিয়ে বিরোধীদের নিশানা করলেন বিজেপির মুখপাত্র মীনাক্ষি লেখি।
নিজস্ব প্রতিবেদন: কাঠুয়ায় শিশুকন্যাকে ধর্ষণে বিরোধীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক রং লাগানোর অভিযোগ করলেন বিজেপির মুখপাত্র মীনাক্ষি লেখি। উন্নাও গণধর্ষণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সাফাই দিয়েছেন তিনি।
কাঠুয়ায় ধর্ষকদের সমর্থনে বিজেপির দুই বিধায়ক মিছিল করায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ওই দুজনকে বিভ্রান্ত করা হয়েছিল বলে দাবি মীনাক্ষি লেখির। তাঁর কথায়,''প্রতিবাদ করে ভুল করেছেন তাঁরা। তদন্ত শেষ হওয়ার আগে কোনওরকম মন্তব্য করার দরকার ছিল না। পূর্ণাঙ্গ তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিস।'' এর পাশাপাশি এই ঘটনার সাম্প্রদায়িক রং লাগানো হচ্ছে বলেও বিরোধীদের নিশানা করেছেন বিজেপির মুখপাত্র। তাঁর কথায়, ''অসমের নওগামে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণের পর জীবন্ত জ্বালিয়েছিল তিন জন। তাদের মধ্যে একজনের নাম ছিল জাকির হুসেন। ধর্ষণের ঘটনায় সাম্প্রদায়িকতা ছেড়ে বিচারের ব্যবস্থা করা উচিত। সব নির্যাতিতাই সুবিচার চান।''
A fair probe was done in #Kathuacase. SIT was formed and 6-7 people were arrested. Also, I would like to say it on record that the Jammu Bar Association president BS Slathia was the polling agent of Ghulam Nabi Azad ji: Meenakshi Lekhi,BJP pic.twitter.com/0A2OCT3vgs
— ANI (@ANI) April 13, 2018
Party has already condemned this act, 2 individuals (BJP J&K ministers) were mislead & misguided by people. Lesson to them is not to believe one side or the other and let the law take its course: Meenakshi Lekhi, BJP on BJP J&K ministers supporting accused #KathuaCase pic.twitter.com/fTtlYZeJPC
— ANI (@ANI) April 13, 2018
উত্তরপ্রদেশের উন্নাওয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধেই উঠেছে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার বাবাকে পুলিস হেফাজতে হত্যার অভিযোগও উঠেছে। চাপের মুখে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন যোগী আদিত্যনাথ। মীনাক্ষি লেখি বলেন, ''প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছে বিজেপি বিধায়কের নাম নেননি নির্যাতিতা। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেঙ্গারকে জেরা করছে পুলিস। তাঁর ভাইকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।''
Unnao ki ghatna 10 mahine pehle ki hai. Police ne Magistrate ke saamne bayan liya, isme vidhayak ka naam nahi liya, phir Mahila ne PM aur Yogi Adityanath ko chhitthi likhi aur isme vidhayak par aarop laga, phir karyavahi huyi: Meenakshi Lekhi,BJP MP pic.twitter.com/e5YqbrmllX
— ANI (@ANI) April 13, 2018
আরও পড়ুন- প্রভাবশালী হলেও ছাড় নয়, উন্নাওকাণ্ডে মুখ খুললেন যোগী
দুটি ঘটনার নেপথ্যে বিরোধীদের ষড়যন্ত্র-তত্ত্ব খাঁড়া করার চেষ্টা করেছেন বিজেপির মুখপাত্র। তাঁর কথায়,''প্রথমে সংখ্যালঘু, সংখ্যালঘু বলে সরব হয়েছিল। তারপর দলিত, দলিত বলে শুরু করে। এবার মহিলা, মহিলা বলে প্রচার শুরু করেছে। রাজ্যের বিষয়ও কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে ওরা। অথচ প্রতিটি ঘটনাতেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।''
You see their plan, first shout 'minority minority', then 'Dalit Dalit', and now 'women women' and then try to somehow fix blame of state issues on the centre. All this while ignoring the strict action being taken by state govts: Meenakshi Lekhi,BJP pic.twitter.com/mR98YPQN1z
— ANI (@ANI) April 13, 2018
আরও পড়ুন- মুকুল-পত্রে তড়িঘড়ি পঞ্চায়েত প্রশিক্ষণ বন্ধ করল কমিশন