মণিপুরে সরকার গড়তে চলেছে বিজেপি
শূন্য থেকে শিখরে। মণিপুরে সরকার গড়তে চলেছে বিজেপি। উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে একজনও বিধায়ক ছিল না পদ্মপার্টির। এবার একুশটি আসনে জিতেছে তারা। কংগ্রেস জিতেছে আঠাশটিতে। ষাট আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার একত্রিশ বিজেপির দাবি, বত্রিশ জনের সমর্থন রয়েছে তাদের। তার মধ্যে তৃণমূলের টিকিটে জয়ী বিধায়ক রবীন্দ্রও রয়েছেন। তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দাবি গৈরিক শিবিরের। NPP এবং LJP-র সমর্থনও তাদের সঙ্গে বলে দাবি বিজেপির। আজ বেছে নেওয়া হবে বিজেপির পরিষদীয় দলনেতাকে। সরকার গড়ার প্রক্রিয়ায় নজরদারির জন্য কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে পর্যবেক্ষক নিযুক্ত করেছেন অমিত শাহ।
ওয়েব ডেস্ক: শূন্য থেকে শিখরে। মণিপুরে সরকার গড়তে চলেছে বিজেপি। উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে একজনও বিধায়ক ছিল না পদ্মপার্টির। এবার একুশটি আসনে জিতেছে তারা। কংগ্রেস জিতেছে আঠাশটিতে। ষাট আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার একত্রিশ বিজেপির দাবি, বত্রিশ জনের সমর্থন রয়েছে তাদের। তার মধ্যে তৃণমূলের টিকিটে জয়ী বিধায়ক রবীন্দ্রও রয়েছেন। তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দাবি গৈরিক শিবিরের। NPP এবং LJP-র সমর্থনও তাদের সঙ্গে বলে দাবি বিজেপির। আজ বেছে নেওয়া হবে বিজেপির পরিষদীয় দলনেতাকে। সরকার গড়ার প্রক্রিয়ায় নজরদারির জন্য কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে পর্যবেক্ষক নিযুক্ত করেছেন অমিত শাহ।