গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পারিক্কর

গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পারিক্কর। তাঁকে সরকার গড়তে আহ্বান জানালেন রাজ্যপাল মৃদুলা সিনহা। পনেরো দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে পারিক্করকে। ৪০ আসনের গোয়া বিধানসভায় এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ম্যাজিক ফিগার না পেলেও সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে কংগ্রেস। কিন্তু, মহারাষ্ট্রবাদী গোমন্তক সেনা, গোয়া ফরওয়ার্ড পার্টি ও ৩ নির্দল বিধায়ক সমর্থনের আশ্বাস দিয়েছে বলে বিজেপির দাবি। শর্ত একটাই। মুখ্যমন্ত্রী হতে হবে মনোহর পারিক্করকে। রবিবারই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করেন পারিক্কর।

Updated By: Mar 13, 2017, 08:35 AM IST
গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পারিক্কর

ওয়েব ডেস্ক: গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পারিক্কর। তাঁকে সরকার গড়তে আহ্বান জানালেন রাজ্যপাল মৃদুলা সিনহা। পনেরো দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে পারিক্করকে। ৪০ আসনের গোয়া বিধানসভায় এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ম্যাজিক ফিগার না পেলেও সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে কংগ্রেস। কিন্তু, মহারাষ্ট্রবাদী গোমন্তক সেনা, গোয়া ফরওয়ার্ড পার্টি ও ৩ নির্দল বিধায়ক সমর্থনের আশ্বাস দিয়েছে বলে বিজেপির দাবি। শর্ত একটাই। মুখ্যমন্ত্রী হতে হবে মনোহর পারিক্করকে। রবিবারই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করেন পারিক্কর।

জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭-তে কে কী পুরস্কার জিতলেন? দেখে নিন তালিকা

গেরুয়া ঝড়ের পরেই বাঁকে বিহারী মন্দিরে বিজেপি সাংসদ হেমা

.