BJP: তেরঙার উপরে পদ্ম পতাকা, এটাই বিজেপির দেশভক্তি! জোরাল বিতর্ক
এনিয়ে বিজেপির (BJP) কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নিজস্ব প্রতিবেদন: 'দেশ আগে। পরে দল।' এ কথাই বলে বিজেপি। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের (Kalyan Singh) শেষযাত্রায় দলের এই স্লোগান নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন! কল্যাণের মরদেহ ঢাকা হল তেরঙায়। তার উপরেই রাখা হল বিজেপির পতাকা। ঢেকে গেল জাতীয় পতাকার একাংশ। বিরোধী বলছে, এটা জাতীয় পতাকার অবমাননা।
বিজেপির টুইট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, কল্যাণ সিংয়ের (Kalyan Singh) মরদেহ ঢাকা জাতীয় পতাকায় (National Flag)। বিজেপির পদ্ম পতাকা (BJP Flag) তার উপরে। শেষ শ্রদ্ধা জানাচ্ছেন জেপি নাড্ডা (JP Nadda)। এই ঘটনায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ করেছে বিরোধীরা। যুব কংগ্রেস (Youth Congress) টুইটারে লিখেছে,'দেশভক্তি আসলে এদের রাজনৈতিক পুঁজি। সে জন্যেই তো জাতীয় পতাকার উপরে ভাজপার ঝান্ডা।'
भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda ने लखनऊ में भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता श्री कल्याण सिंह जी को श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/74VfDR75hY
— BJP (@BJP4India) August 22, 2021
देशभक्ति इनके लिये मात्र राजनैतिक धंधा है।
तभी तो तिरंगे से ऊपर भाजपा का झंडा है।— Youth Congress (@IYC) August 22, 2021
যুব কংগ্রেসের প্রধান বি ভি শ্রীনিবাসের টুইট,'নতুন ভারতে কি জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা রাখাই দস্তুর?'
Is it ok to place party flag
over Indian flag in New India? pic.twitter.com/UTkfsTwUzz— Srinivas BV (@srinivasiyc) August 22, 2021
সমাজবাদী পার্টি মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি টুইট করেছেন,'দেশের থেকে বড় দল। তেরঙার চেয়ে বড় দলের পতাকা। অবশ্য এনিয়ে বিজেপির কোনও তাপ-উত্তাপ নেই।'
Party above the Nation.
Flag above the Tricolor.#BJP as usual :
no regret, no repentance, no sorrow, no grief.#NationalFlag https://t.co/3bUSiDPJXF— Ghanshyam Tiwari (@ghanshyamtiwari) August 22, 2021
প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এই প্রসঙ্গে বিজেপির (BJP) তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে নিজেদের একমাত্র 'দেশভক্ত' দল হিসেবে দাবি করা দলের এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। খোঁচা দিতেও ছাড়েননি তাঁরা।
আরও পড়ুন- Assam: এ দেশে থেকে তালিবানকে সমর্থন! অসমে ১৪ জনকে জেলে পুরল হিমন্তের পুলিস