আর্থিক বৃদ্ধিতে চিনকে পিছনে ফেলল ভারত, উত্ফুল্ল বিজেপি
তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি ৭.২ শতাংশ। উত্ফুল্ল বিজেপি নেতৃত্ব।
নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি ৭ শতাংশ পার করতেই আসরে নেমে পড়ল বিজেপি। #IndiaonFastTrack ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন দলের শীর্ষ নেতানেত্রীরা। টুইট করেছেন খোদ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, অক্টোবর থেকে ডিসেম্বর- এই ত্রৈমাসিকে দেশের জিডিপির হার ৭.২ শতাংশ। এরইসঙ্গে দ্রুত প্রগতিশীল অর্থনীতিতে চিনকে পিছনে ফেলে দিল ভারত। অক্টোবর-ডিসেম্বরে চিনের বৃদ্ধি ছিল ৬.৮ শতাংশ। আর্থিক বৃদ্ধি হয়েছে কৃষি, নির্মাণ ও উত্পাদনক্ষেত্রে। এছাড়াও ঘুরে দাঁড়িয়েছে আটটি অন্যতম পরিকাঠামো ক্ষেত্র-সহ কয়লা, স্টিল, সিমেন্ট, পেট্রোলিয়ম শিল্পে জানুয়ারিতে বৃদ্ধি বেড়ে হয়েছে ৬.৭ শতাংশ। গতবছর একই সময়ে তা ছিল ৩.৪ শতাংশ। অর্থমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, উত্পাদন ক্ষেত্রের বৃদ্ধি দেশের আর্থিক বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
আরও পড়ুন- লোকসানে ব্যবসা, দেনার ভার; দেউলিয়া ঘোষণার আবেদন এয়ারসেলের
ইতিবাচক পরিসংখ্যান আসার পরই টুইটারে জোরকদমে প্রচার শুরু করে দেয় বিজেপি। দলের সভাপতি অমিত শাহ লিখেছেন, ''প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভাকে অভিনন্দন। উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির সমার্থক হয়ে উঠেছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। মোদী যুগে নতুন ভারত, আর্থিক শক্তিতে বলীয়ন হয়ে উঠছে।'' সর্বভারতীয় সভাপতির পথেই সরকারের প্রশংসায় পঞ্চমুখ দলের ছোট-বড় নেতা।
I congratulate PM Shri @narendramodi ji and his team for this remarkable achievement. BJP government under the leadership of PM Modi has become synonymous with development & progress. In Modi era, a New India, with stronger economy, is emerging on the world map. #IndiaonFastTrack
— Amit Shah (@AmitShah) February 28, 2018
India's GDP growth momentum continues strongly & sustainably - jumps to 7.2% in 3rd quarter of 2017-18, makes India the fastest growing large economy in the world. Under leadership of PM @NarendraModi see even stronger economic growth in the future #IndiaonFastTrack
— Piyush Goyal (@PiyushGoyal) February 28, 2018
India's growth story continues!
GDP has registered a robust growth rate of 7.2% for Q3 2017-18 . #IndiaOnFastTrack under the able leadership of PM Shri @narendramodi ji!— B.S. Yeddyurappa (@BSYBJP) February 28, 2018
India's GDP growth gains momentum, standing at 7.2% in Q3 of 2017-18 #IndiaOnFastTrack https://t.co/cjKSFPNdM9 pic.twitter.com/jGn5FcKHhi
— MyGovIndia (@mygovindia) February 28, 2018
Indian economy continues heading north riding on the consistent performances by agriculture, manufacturing & other sectors.GDP growth of 7.2% in Q3 not only makes India the fastest growing economy in the world, it also suggests a stronger economy in the future.#IndiaOnFastTrack
— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 28, 2018
India's GDP growth, at 7.2% in Q3 of 2017-18, makes India one of the fastest growing economies in the world. It is an endorsement of the positive outcome of the transformative structural reforms being implemented under PM @narendramodi ji’s visionary leadership. #IndiaOnFastTrack
— Birender Singh (@ChBirenderSingh) February 28, 2018