"এসব সহ্য করব না," বিধায়কের মুসলিম বিক্রেতাদের থেকে সবজি না কেনার নিদানে ক্ষুব্ধ বিজেপি প্রধান জেপি নাড্ডা
"কোনও বিজেপি নেতা যেন এই ধরনের মন্তব্য না করেন," স্পষ্ট নির্দেশ দিলে নাড্ডা।
নিজস্ব প্রতিবেদন : উত্তরপ্রদেশ বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারির বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঢেউ পৌঁছল দলের উচ্চস্তর পর্যন্ত। সুরেশ তিওয়ারির মুসলিম বিক্রেতাদের থেকে সবজি না কেনার নিদানের তীব্র নিন্দা করল বিজেপি উচ্চ মহল।
বিজেপির কার্যকরী প্রধান জেপি নাড্ডা এ বিষয়ে উত্তরপ্রদেশের বিজেপি সংগঠনকে তদন্ত করতে নির্দেশ দেন। "কোনও বিজেপি নেতা যেন এই ধরনের মন্তব্য না করেন," স্পষ্ট নির্দেশ দিলে নাড্ডা। এদিনই অভিযুক্ত বিজেপি বিধায়ককে শো-কজ নোটিস দেওয়া হয়।
নাড্ডা বলেন, "এই ধরনের মন্তব্য কখনই সহ্য করা হবে না।" তবে এমন পরিস্থিতিতে একটুও বিচলিত নন বিধায়ক সুরেশ তিওয়ারি। উল্টে তাঁর প্রশ্ন, "আমি কি কিছু ভুল বলেছি?"
প্রসঙ্গত ওই বিধায়কের ফোনে কথোপকথনের একটি ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে 74 বছর বয়সী ওই বিজেপি নেতা কে হিন্দিতে বলতে শোনা গিয়েছে, "মাথায় রাখবেন সবাইকে পরিষ্কার বলছি মুসলিমদের থেকে সবজি কেনার কোনও প্রয়োজন নেই।"