মহিলা কনস্টেবলের মৃত্যুতে তুলকালাম, পুলিসকর্তাকে বেদম পেটালেন পুলিসকর্মীরাই
অভিযোগ, ৩ দিনের ছুটির আবেদন করেন। কিন্তু তাকে তা দেওয়া হয়নি। অসুস্থ শরীর নিয়ে কাজ করাতেই তার মৃত্যু হয়েছে
নিজস্ব প্রতিবেদন: মহিলা কনস্টেবলের মৃত্যুতে আইন নিজেদের হাতেই তুলে নিলেন পাটনার পুলিসকর্মীরা। অভিযোগ, ওই মহিলা কনস্টেবল ছুটি না পেয়ে অসুস্থ অবস্থাতেই ডিউটি করছিলেন। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়। এতেই ক্ষোভে ফেটে পড়েন তার সহকর্মীরা।
Patna: Police personnel protest and create ruckus allegedly after an ailing woman constable passed away due to lack of treatment.Protesters claim the commandant did not grant her an adequate leave period to get treated.The commandant was injured after being thrashed by protesters pic.twitter.com/GtJbgN1owL
— ANI (@ANI) November 2, 2018
আরও পড়ুন-বিবাহিত 'দিদি'র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক 'ভাই'-এর! তারপরের ঘটনা ডেকে আনল যুবকের মর্মান্তিক পরিণতি
সহকর্মীর মৃত্যুতে সব রাগ গিয়ে পড়ে বড়কর্তার ওপরে। দলে দলে পুলিসকর্মীরা পুলিস লাইনে গিয়ে কমান্ডেন্টকে ঘিরে ধরে বেদম মারধর করেন।
#Visuals from Patna:Police personnel protest&create ruckus allegedly after an ailing woman constable passed away due to lack of treatment.Protesters claim commandant didn't grant her adequate leave to get treated. Commandant was injured after being thrashed by protesters. #Bihar pic.twitter.com/JL51j4r9ye
— ANI (@ANI) November 2, 2018
অনেকে আবার লাঠি হাতে নির্মমভাবে পেটাতে থাকেন ওই পুলিস আধিকারিককে। মারের চোটে ওই পুসিস আধিকারিকের মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। অন্যান্য পুলিস কর্তারা ভয়ে পুলিস লাইন ছেড়ে পালান।
আরও পড়ুন-Zee ২৪ ঘণ্টায় প্রথম মুখ খুললেন অসম হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী
পুলিসকর্মীদের অভিযোগ, বারবার আবেদন করা সত্বেও ওই মহিলা পুলিসকর্মীকে ছুটি দিচ্ছিলেন না ওই কমান্ডেন্ট। অসুস্থ অবস্থায় কাজ করাতেই তিনি মারা গিয়েছেন। এক পুলিসকর্মী বলেন, ওই মহিলা কনস্টেবল পাটনার কারগিল চকে ডিউটি করছিলেন। সেখানেই তিনি পড়ে গিয়ে সংজ্ঞা হারান। এরপর তিনি থানায় গিয়ে ৩ দিনের ছুটির আবেদন করেন। কিন্তু তাকে তা দেওয়া হয়নি। অসুস্থ শরীর নিয়ে কাজ করাতেই তার মৃত্যু হয়েছে।