নীতীশের বিরুদ্ধে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বীই, কে লড়বে কত আসনে ঘোষণা মহাজোটের

২৮ অক্টোবর প্রথম দফার ভোট বিহারে, ভোটগ্রহণ হবে ৭১ আসনে। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট হবে ৩ ও ৭ নভেম্বর

Updated By: Oct 3, 2020, 08:24 PM IST
নীতীশের বিরুদ্ধে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বীই, কে লড়বে কত আসনে ঘোষণা মহাজোটের
ছবি-টুইটার

নিজস্ব  প্রতিবেদন: আত্মবিশ্বাস থাকলেও বিহারে মহাজোট ভোগাতে পারে নীতীশ কুমারকে। আগামী বিধানসভা নির্বাচনের জন্য শনিবার আসন বন্টনের কথা ঘোষণা করল মহাজোট। ঠিক হয়েছে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন লালু তনয় তেজস্বী যাদব।

আরও পড়ুন-হাথরস-কাণ্ডের প্রতিবাদে টর্চ হাতেই বিক্ষোভ-মঞ্চে মমতা!

বিহারের ২৪৩ আসনের বিধানসভায় আরজেডি লড়াই করবে ১৪৪ আসনে। কংগ্রেস লড়াই করবে ৭০ আসনে। বাকী আসন ভাগাভাগি হবে সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) ও বিকাশশীল ইনসানিয়ত পার্টির মধ্যে।

রাজ্য কংগ্রেস নেতা অবিনাশ পান্ডে সংবাদমাধ্যমে বলেন, 'বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিরুদ্ধে লড়ার জন্য ইউপিএর সব দল একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মহাজোটে থাকছে আরজেডি, কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআই(এমএল) ও বিকাশশীল পার্টি। নেতৃত্বে থাকবে আরজেডি। আমরা চাই তেজস্বী যাদবের নেতৃত্বে বিহার আরও উন্নতি করুক।'

আরও পড়ুন- 'বহু অপমান সহ্য করেও ছিলাম, আর সম্ভব নয়', দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা বিধায়ক মিহির গোস্বামীর

এনডিএর বিরুদ্ধে লড়াইয়ে মহাজোটের কে কত আসনে লড়াই করবে তা জানিয়ে দেন তেজস্বী যাদব। তিনি বলেন, সিপিএম ৪, সিপিআই ৬, সিপিআই(এমএল) ১৯, কংগ্রেস ৭০ ও আরজেডি ১৪৪ আসনে লড়াই করবে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর প্রথম দফার ভোট বিহারে, ভোটগ্রহণ হবে ৭১ আসনে। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট হবে ৩ ও ৭ নভেম্বর।

.