ফল ত্রিশঙ্কু হলে উত্তরপ্রদেশে মায়াবতীর হাত ধরার ইঙ্গিত অখিলেশের

উত্তরপ্রদেশে বিধানসভা হাং হলে নয়া সমীকরণের ইঙ্গিত দিলেন অখিলেশ যাদব। ঘুরিয়ে সরকার গঠনে মায়াবতীর সাহায্য চাইবার কথাই বললেন তিনি। এক সাক্ষাত্‍কারে তাঁর বক্তব্য,  কোনও দলই চায় না উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন হোক। বিজেপি রিমোট কন্ট্রোলে সরকার চালাক, সেটাও হতে দেওয়া যায় না। এসপি চিরকাল সম্মান জানিয়েছে বিএসপিকে। এসপি বিএসপির সাহায্য চাইবে, এমনটাইতো লোকের পক্ষে ভাবা স্বাভাবিক। তবে এখনই এবিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। তবে আমি নিশ্চিত যে, এসপি-কংগ্রেস জোটই উত্তরপ্রদেশে সরকার গড়বে। (আরও পড়ুন- ফলের আগেই ফল প্রকাশ : পাঁচ রাজ্যের বুথ ফেরত্‍ সমীক্ষার ফলাফল)

Updated By: Mar 9, 2017, 10:50 PM IST
ফল ত্রিশঙ্কু হলে উত্তরপ্রদেশে মায়াবতীর হাত ধরার ইঙ্গিত অখিলেশের

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে বিধানসভা হাং হলে নয়া সমীকরণের ইঙ্গিত দিলেন অখিলেশ যাদব। ঘুরিয়ে সরকার গঠনে মায়াবতীর সাহায্য চাইবার কথাই বললেন তিনি। এক সাক্ষাত্‍কারে তাঁর বক্তব্য,  কোনও দলই চায় না উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন হোক। বিজেপি রিমোট কন্ট্রোলে সরকার চালাক, সেটাও হতে দেওয়া যায় না। এসপি চিরকাল সম্মান জানিয়েছে বিএসপিকে। এসপি বিএসপির সাহায্য চাইবে, এমনটাইতো লোকের পক্ষে ভাবা স্বাভাবিক। তবে এখনই এবিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। তবে আমি নিশ্চিত যে, এসপি-কংগ্রেস জোটই উত্তরপ্রদেশে সরকার গড়বে। (আরও পড়ুন- ফলের আগেই ফল প্রকাশ : পাঁচ রাজ্যের বুথ ফেরত্‍ সমীক্ষার ফলাফল)

এদিকে, সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে আজ শুরু থেকেই ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে সংসদের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। চলে ধর্না। এখনও কেন নীরব কেন্দ্রীয় সরকার? প্রশ্ন তৃণমূল সাংসদদের।

.