Bharat Bandh LIVE Updates: ভারত বনধের ডাক, দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়েতে প্রবল যানজট, নাকাল যাত্রীরা

বিহারে বিজেপি-র পার্টি অফিসগুলির নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে৷ বিহারের অন্তত কুড়িটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷

Updated By: Jun 20, 2022, 11:20 AM IST
Bharat Bandh LIVE Updates: ভারত বনধের ডাক, দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়েতে প্রবল যানজট, নাকাল যাত্রীরা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) বিরোধিতায় হিংসা ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে। বাংলাতেও অবরোধ হয়েছে। অগ্নিপথ আন্দোলনের প্রতিবাদে আজ ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে একাধিক রাজনৈতিক সংগঠন। রেল রোকো আন্দোলন থেকে রেলের কামরায় আগুন, রাস্তা অবরোধ, মিছিল কিছুই বাদ যায়নি। ঘটনার বাড়বাড়ন্ত রুখতেই প্রশাসন বেজায় তৎপর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বেশ কয়েকটি রাজ্যে বন্ধ নিয়ে আলোড়ন শুরু হয়েছে। রাজ্যে রাজ্যে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ট্রেন অবরোধ। হাওড়া স্টেশনেও যাত্রীরা অসুবিধের কবলে। দিল্লী এবং এলাহাবাদগামী ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের জন্য বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেন ছাড়বে দুপুর কিংবা সন্ধ্যের দিকে। অগ্নিপথ বিক্ষোভ সবথেকে হিংসাত্মক চেহারা নিয়েছে বিহারে৷ শুধুমাত্র বিহারের উপর দিয়ে যাতায়াতকারী ৩৫০টি ট্রেন বাতিল করতে হয়েছে৷ বিহারে বিজেপি-র পার্টি অফিসগুলির নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে৷ বিহারের অন্তত কুড়িটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷

11.00 am বনধের জেরে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীতে। দিল্লির বিভিন্ন এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়েছে। নয়ডা-দিল্লি লিঙ্ক রোড, দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ে জুড়ে দাঁড়িয়ে গাড়ি। 

10.50 am  আগে থেকেই সতর্ক রেলমন্ত্রক। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সব রেল স্টেশন জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ৭০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। 

10.25 am পশ্চিমবঙ্গ সরকারের তরফেও রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিসকেও। নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নর তরফে।

10.00 am দিল্লির গৌতম বুদ্ধ নগরের কাছেও বড় কোনও জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিস৷ সাধারণ মানুষকে আইন ভঙ্গ না করার পরামর্শ দেওয়া হয়েছে৷ দিল্লির কাছে ফরিদাবাদেও রাস্তা অবরোধের চেষ্টা চলছে৷ 

9.45 am ঝাড়খণ্ডে অগ্নিপথের প্রতিবাদে বনধের কথা মাথায় রেখে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ অন্যদিকে, ঝাড়খণ্ডে নবম এবং একাদশ শ্রেণির যে পরীক্ষা চলছিল, তাও পিছিয়ে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন, Agnipath Scheme Protest: অগ্নিপথ আন্দোলনে সোমবার বাতিল ১৬৭ ট্রেন, হাওড়া-কলকাতায় নাকাল যাত্রীরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.