প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের মূর্তি ঘিরে শুরু হয়ে গেল বিতর্ক
ওয়েব ডেস্ক: উদ্বোধনের পর এক সপ্তাহ গড়াল না। প্রাক্তন রাষ্ট্রপতি APJ আবদুল কালামের মূর্তি ঘিরে শুরু হয়ে গেল বিতর্ক। ধর্মীয় বিতর্কে জড়িয়ে দেওয়া হল ধর্ম নিরপেক্ষ কালামের নাম। গত সপ্তাহেই রামেশ্বরমে কালাম মেমোরিয়ালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেই মেমোরিয়ালে প্রয়াত রাষ্ট্রপতির বীণা বাজানোর মূর্তি রয়েছে। মূর্তির পায়ের কাছে রয়েছে ভাগবদ গীতা লেখা কাঠের স্ট্যান্ড। এই স্ট্যান্ডটি মূর্তি উন্মোচনের ঠিক আগে চুপিসারে সেখানে রেখে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন বন্যাত্রাণে সোনাদান
এরপর কালামের পরিবারের লোকেরা সেখানে প্রয়াত রাষ্ট্রপতির কোরান ও বাইবেলও রেখে দেন। কালামের মতো মানুষের স্মৃতিসৌধকে ঘিরে এই ধরনের বিতর্কে বিরক্ত বিশিষ্টজনেরা। জাতীয় ঐক্যের বার্তা দিতে এই স্মৃতিসৌধের নির্মাণ সামগ্রী আনা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
আরও পড়ুন আবহাওয়ার পরিবর্তনে পৃথিবীর বুকে বাড়বে বৃষ্টির পরিমাণ!