৪ দিন ব্যাঙ্ক বন্ধ, যা টাকা তোলার আজই তুলে নিন

না, শ্রমিক বনধ্‌, কর্মীদের ধর্মঘট নয়, দোল, হোলি, গুড ফ্রাইডে, মাসের চতুর্থ শনিবার পরপর, একটানা ৪ দিন ব্যাঙ্কের দরজায় ছুটির নোটিশ। তাই, আর দেরি নয়, যা টাকা পয়সা তোলার আজই তুলে নিন। পরের দিন আবার রবিবার। আজ ব্যাঙ্কের কাজ না মিটলে অপেক্ষা করতে হবে পরের সপ্তাহের প্রথম দিন অবদি। সামনেই ফেস্টিভ উইক। দোল, হোলি, গুড ফ্রাইডে। কেনা কাটা, শপিং ছাড়াও ছোট খাটো আনন্দ বিলাসে টাকার দরকার তো হবেই। সবসময় ATM-মুখী হয়েও তো বসে থাকা যায় না, তাই বুদ্ধিমানের কাজ, আজই দরকার মত ব্যাঙ্কে লেনদেনটা সেরে ফেলুন।

Updated By: Mar 22, 2016, 10:46 AM IST
৪ দিন ব্যাঙ্ক বন্ধ, যা টাকা তোলার আজই তুলে নিন

ওয়েব ডেস্ক: না, শ্রমিক বনধ্‌, কর্মীদের ধর্মঘট নয়, দোল, হোলি, গুড ফ্রাইডে, মাসের চতুর্থ শনিবার পরপর, একটানা ৪ দিন ব্যাঙ্কের দরজায় ছুটির নোটিশ। তাই, আর দেরি নয়, যা টাকা পয়সা তোলার আজই তুলে নিন। পরের দিন আবার রবিবার। আজ ব্যাঙ্কের কাজ না মিটলে অপেক্ষা করতে হবে পরের সপ্তাহের প্রথম দিন অবদি। সামনেই ফেস্টিভ উইক। দোল, হোলি, গুড ফ্রাইডে। কেনা কাটা, শপিং ছাড়াও ছোট খাটো আনন্দ বিলাসে টাকার দরকার তো হবেই। সবসময় ATM-মুখী হয়েও তো বসে থাকা যায় না, তাই বুদ্ধিমানের কাজ, আজই দরকার মত ব্যাঙ্কে লেনদেনটা সেরে ফেলুন।

এই সপ্তাহে ব্যাঙ্কে ছুটির তালিকা-  
২৩ মার্চ, বুধবার-দোল
২৪ মার্চ, বৃহস্পতিবার-হোলি
২৫ মার্চ, শুক্রবার- গুড ফ্রাইডে
২৬ মার্চ, শনিবার- মাসের চতুর্থ শনিবার
২৭ মার্চ, রবিবার-ছুটি

.