বাংলার ভোটে দিল্লি থেকে নজরাদারি করবে নির্বাচন কমিশন

এবার দিল্লি থেকেই রাজ্যে নজরদারি চালাবে নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটের আগে ২৮ মার্চ, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। বৈঠকে থাকবেন অন্য রাজ্যের মুখ্য সচিব-স্বরাষ্ট্র সচিবরা। ভোটের সময় ভিন রাজ্যে থেকে দুষ্কৃতী প্রবেশ রুখতেই এই উদ্যোগ। কমিশন নিযুক্ত ভিন রাজ্যের পর্যবেক্ষকরা ২৩ তারিখ রিপোর্ট জমা দেবেন। অন্য রাজ্যের সিইওদের সেই রিপোর্টের ভিত্তিতে নতুন নির্দেশ দিতে পারে কমিশন। পাশাপশি, বাহিনী কোথায় রুট মার্চ করছে, তা নিয়ে ওয়েবসাইটে জেলাওয়াড়ি বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। স্পর্ষকাতর এলাকাগুলি সম্পর্কে বাহিনীর নিজস্ব কী মত, তাও কমিশন গুরুত্ব দিয়ে দেখবে।

Updated By: Mar 22, 2016, 07:58 AM IST
বাংলার ভোটে দিল্লি থেকে নজরাদারি করবে নির্বাচন কমিশন

ওয়েব ডেস্ক: এবার দিল্লি থেকেই রাজ্যে নজরদারি চালাবে নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটের আগে ২৮ মার্চ, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। বৈঠকে থাকবেন অন্য রাজ্যের মুখ্য সচিব-স্বরাষ্ট্র সচিবরা। ভোটের সময় ভিন রাজ্যে থেকে দুষ্কৃতী প্রবেশ রুখতেই এই উদ্যোগ। কমিশন নিযুক্ত ভিন রাজ্যের পর্যবেক্ষকরা ২৩ তারিখ রিপোর্ট জমা দেবেন। অন্য রাজ্যের সিইওদের সেই রিপোর্টের ভিত্তিতে নতুন নির্দেশ দিতে পারে কমিশন। পাশাপশি, বাহিনী কোথায় রুট মার্চ করছে, তা নিয়ে ওয়েবসাইটে জেলাওয়াড়ি বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। স্পর্ষকাতর এলাকাগুলি সম্পর্কে বাহিনীর নিজস্ব কী মত, তাও কমিশন গুরুত্ব দিয়ে দেখবে।

 

.