দিল্লিতে স্থগিত বাংলাদেশি শিল্পী Rokeya Sultana-র প্রদর্শনী, সমালোচনায় Adhir

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তির উপলক্ষে চলতি মাসের গোড়ায় ঢাকায় আয়োজিত হয়েছিল রোকেয়ার একক প্রদর্শনী।

Updated By: Oct 22, 2021, 07:06 PM IST
দিল্লিতে স্থগিত বাংলাদেশি শিল্পী Rokeya Sultana-র প্রদর্শনী, সমালোচনায় Adhir

নিজস্ব প্রতিবেদন: দিল্লির ললিত কলা অ্যাকাডেমিতে বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার (Rokeya Sultana) প্রদর্শনী শুরু হওয়ার কথা ২৩ অক্টোবর। তার আগে ওই প্রদর্শনী স্থগিত করল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (Indian Council for Cultural Relations)। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মাঝে এমন সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। প্রদশর্নী যত তাড়াতাড়ি সম্ভব আয়োজন করার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন। 

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তির উপলক্ষে চলতি মাসের গোড়ায় ঢাকায় আয়োজিত হয়েছিল রোকেয়ার একক প্রদর্শনী। তারই পরের ধাপে রবিবার থেকে দিল্লির ললিত কলা অ্যাকাডেমিতে প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশে বহু দুর্গাপুজো মণ্ডপে দুষ্কৃতী হামলা ঘটনার আবহে রোকেয়া সুলতানার প্রদর্শনী বন্ধের যোগ রয়েছে কিনা প্রশ্ন উঠছে। নাকি নেহাতই কাকতালীয়! আইসিসিআর-র অনুষ্ঠান পরিচালক অমিত সহায় মাথুর জানান, যাওয়া-আসার সমস্যা থাকায় স্থগিত করা হয়েছে। শীঘ্রই নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে। আর এক আয়োজক সংস্থা বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা চৌধুরী বলেন, ''আশা করি নতুন তারিখ দেওয়া হবে। আমরা ইতিবাচক।''

গোটা ঘটনায় টুইটারে অধীর (Adhir Chowdhury) লিখেছেন,''কোনও কারণ ছাড়াই বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার একক প্রদর্শনী স্থগিত করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনসের সঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।''

প্রদর্শনী যাতে যাতে দ্রুত শুরু করা যায় সে জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছেন অধীর (Adhir Chowdhury)। তাঁর কথায়,''যত তাড়াতাড়ি সম্ভব প্রদর্শনীর আয়োজন করার জন্য ভারত সরকারের কাছে পদক্ষেপ গ্রহণের আবেদন করছি। সাংস্কৃতিক বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।''     

বিশ্বভারতীর কলাভবন থেকে এমএ ও এমফিল করেছেন রোকেয়া সুলতানা (Rokeya Sultana) । তাঁর শিক্ষাগুরু ছিলেন সোমনাথ হোড়, লালুপ্রসাদ সাউ ও সনৎ কর। দিল্লিতেই রয়েছেন রোকেয়া সুলতানা। তিনি হতাশ নন। তাঁর মত, 'আঁকা চালিয়ে যাব। আমি আশাবাদী।''

আরও পড়ুন- ঈশ্বরকে খুশি করতে মন্দির ধ্বংসে বিশ্বাসী জিহাদিরা, Bangladesh-হামলার নিন্দায় Tulsi

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.