খাতা খোলার দেড় মাসের মধ্যেই বাজিমাত বন্ধন ব্যাঙ্কের

খোলার ৪৫ দিনের মধ্যেই চমকে দেওয়া সাফল্য বন্ধন ব্যাঙ্কের। আমানত হিসেবে জমা পড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। যার মধ্যে ৬০০ কোটিই এই রাজ্যের। আর এই তথ্যই ফের উস্কে দিয়েছে বেআইনি চিটফান্ডের প্রসঙ্গ।

Updated By: Oct 12, 2015, 09:14 PM IST
খাতা খোলার দেড় মাসের মধ্যেই বাজিমাত বন্ধন ব্যাঙ্কের

ওয়েব ডেস্ক: খোলার ৪৫ দিনের মধ্যেই চমকে দেওয়া সাফল্য বন্ধন ব্যাঙ্কের। আমানত হিসেবে জমা পড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। যার মধ্যে ৬০০ কোটিই এই রাজ্যের। আর এই তথ্যই ফের উস্কে দিয়েছে বেআইনি চিটফান্ডের প্রসঙ্গ।

গত ২৩ অগাস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে যাত্রা শুরু করে বন্ধন ব্যাঙ্ক। খাতা খোলার দেড় মাসের মধ্যেই বাজিমাত।

মোট পাঁচশ পঁচিশটি ব্রাঞ্চে জমা পড়েছে এই ১,৫০০ কোটি টাকা। যার মধ্যে ৬০০ কোটিই জমা পড়েছে এরাজ্য থেকে। বন্ধন ব্যাঙ্কের এই সাফল্যই বলে দিচ্ছে গ্রামাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা বাড়লেই বেআইনি চিটফান্ডের ওপর নির্ভরতা একটু একটু করে কাটবে।

বেআইনি চিটফান্ডের ওপর নির্ভরতা কাটাতেই এই অক্টোবরের মধ্যে দেশজুড়ে আরও ৪৪টি নতুন ব্রাঞ্চ খুলতে চলেছে বন্ধন ব্যাঙ্ক।

 

.