ঝালমুড়ি সখ্যতা উধাও, ফের রাজ্য সরকারের সমালোচনায় সরব বাবুল সুপ্রিয়
ফের রাজ্য সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করেননি ঠিকই। তবে কেন্দ্রের জমি অর্ডিন্যান্সের প্রসঙ্গ টেনে আজ রাজ্যের জমি ও শিল্পনীতিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। প্রশ্ন উঠছে, ঝালমুড়ির ঝাঁঝ কি তাহলে এবার মিইয়ে গেল?
ব্যুরো: ফের রাজ্য সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করেননি ঠিকই। তবে কেন্দ্রের জমি অর্ডিন্যান্সের প্রসঙ্গ টেনে আজ রাজ্যের জমি ও শিল্পনীতিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। প্রশ্ন উঠছে, ঝালমুড়ির ঝাঁঝ কি তাহলে এবার মিইয়ে গেল?
৯.০৫.২০১৫। ঝালমুড়ির ঝাঁঝেই উধাও হয় তিক্ততা। এরপর কোল ইন্ডিয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন বাবুল।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবুলের সখ্য ঘিরে অস্বস্তিতে পড়েন মুরলীধর সেন লেনের নেতারা। এবার জমিনীতির ইস্যুতে সেই বাবুলই যেন বেসুরে বাজলেন।
শুক্রবারই কেন্দ্রের জমি অর্ডিন্যান্সের বিরোধিতা করে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। সোচ্চার হন বিরোধীরাও। সেই প্রসঙ্গ টেনেই এদিন শিল্পের হাল নিয়েও রাজ্যকে একহাত নেন বাবুল।
সারদা ইস্যুতে সমঝোতার অভিযোগও সরাসরি উড়িয়ে দেন তিনি।
ঝালমুড়ি পর্বের রেশ কাটিয়ে আবার কি রাজ্যের সঙ্গে সংঘাতের পথেই বাবুল ?