হরিয়ানা পুলিসের ইনসপেক্টর পদ থেকে ইস্তফা দিলেন ববিতা ফোগাট

হরিয়ানায় ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পরই চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন ববিতা।

Updated By: Sep 12, 2019, 10:41 AM IST
হরিয়ানা পুলিসের ইনসপেক্টর পদ থেকে ইস্তফা দিলেন ববিতা ফোগাট
ববিতা ফোগাট। ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: হরিয়ানা পুলিসের ইনসপেক্টর পদ থেকে ইস্তফা দিলেন কমনওয়েলথ গেমস-এ সোনাজয়ী কুস্তিগীর ববিতা ফোগাট। হরিয়ানায় ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পরই চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন ববিতা।

পুলিসের চাকরি ছাড়ার প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে ববিতা জানান, বিজেপিতে যোগদানের পর স্বার্থের সংঘাত এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ১২ অগাস্ট ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বিজেবিতে যোগদান করেন ববিতা ও তাঁর বাবা মহাবীর ফোগাট। ১৩ অগাস্ট ববিতা চাকরি থেকে ইস্তফার আর্জি জানিয়ে চিঠি পাঠান। ১০ সেপ্টেম্বর তাঁর ইস্তফাপত্র গৃহিত হয়েছে।

আরও পড়ুন: এদেশের দুর্ভাগ্য, ওম ও গরু শুনলেই কিছু লোকের চুল খাড়া হয়ে যায়: মোদী

হরিয়ানা আসন্ন বিধানসভা নির্বাচনে বরদা অথবা চরখি দাদরি আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন ববিতা। নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। তাই তার আগে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

.