অযোধ্যায় রাম মন্দির ভারতীয় মুসলমানরা ধ্বংস করেননি : মোহন ভগবত

২০১০ সালে রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ১৩টি মামলা দায়ের করা হয়।

Updated By: Apr 16, 2018, 03:00 PM IST
অযোধ্যায় রাম মন্দির ভারতীয় মুসলমানরা ধ্বংস করেননি : মোহন ভগবত

নিজস্ব প্রতিবেদন : অযোধ্যায় রাম মন্দির ভারতের ইসলাম ধর্মাবলম্বীরা ধ্বংস করেননি। বরং বাইরের শক্তিই এই কাজ করেছে। রবিবার মহারাষ্ট্রের পালগড়ে এ কথা বলে আরও একবার রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক উস্কে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। তিনি বলেন, "ভারতের কোনও ধর্মের নাগরিকই এমন কাজ করতে পারেন না।"

আরও পড়ুন- ‘কাউন্টিং পেন’, আশ্চ‌র্য আবিষ্কার করে তাক লাগাল কাশ্মীরি বালক

মোহন ভগবতের কথায়, "এটা দেশের প্রতিটা মানুষের দায়িত্ববোধ যে অযোধ্যাতেই ফের রাম মন্দির প্রতিষ্ঠা হবে"। তিনি আরও বলেন, "যদিও এই মন্দির প্রতিষ্ঠা করা সম্ভব না হয় তাহলে আমরা আমাদের শিকড় হারিয়ে ফেলব। এগুলোই ভারতবাসীর আসল পরিচয়।" আরএসএস প্রধানের দাবি, সরকারের উচিত অবিলম্বে অযোধ্যাতেই মন্দির গড়ে তোলার অনুমতি দেওয়া।

২০১০ সালে রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ১৩টি মামলা দায়ের করা হয়। বর্তমানে সেই মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালতে।

আরও পড়ুন- মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় মুক্ত স্বামী অসীমানন্দ-সহ ৫

.