মাঝআকাশে রাহুলের উড়ানে বিপত্তি, কংগ্রেসের ষড়যন্ত্রের অভিযোগ ওড়াল ডিজিসিএ

অটোপাইলট মোডে ঝটকার চোটে ভারসাম্য হারিয়েছিল রাহুলের উড়ান। এটা স্বাভাবিক ঘটনা, জানাল ডিজিসিএ। 

Updated By: Apr 27, 2018, 01:55 PM IST
মাঝআকাশে রাহুলের উড়ানে বিপত্তি, কংগ্রেসের ষড়যন্ত্রের অভিযোগ ওড়াল ডিজিসিএ

নিজস্ব প্রতিবেদন: মাঝ আকাশে আচমকা ভারসাম্য হারাল রাহুল গান্ধীর চার্টার্ড উড়ান। পরিষ্কার আবহাওয়া থাকা সত্ত্বেও এহেন ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ করেছে কংগ্রেস। কর্ণাটকের হুবলির গোকুলরোড থানায় পাইলটের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডায়রেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, অটোপাইলট মোডে ঝটকার চোটে ভারসাম্য হারিয়েছিল রাহুলের উড়ান। এটা স্বাভাবিক ঘটনা। 

বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে বিমানে কর্ণাটকে ভোটপ্রচারে যাচ্ছিলেন রাহুল গান্ধী, তখন তাঁর চার্টার্ড উড়ান হঠাত্ ভারসাম্য হারিয়ে একদিকে হেলে পড়ে। কংগ্রেস সভাপতির সফরসঙ্গী কুশল বিদ্যার্থীর কথায়, ''খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল, আর বাঁচব না।'' কিন্তু রাহুল গান্ধী শান্ত ছিলেন বলে দাবি কুশলের। তিনি বলেন, ''বিমানচালকের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামলেছেন কংগ্রেস সভাপতি।''     

বৃহস্পতিবার ৯.২০ মিনিট নাগাদ নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ড্যাসল্ট ফ্যালকন ২০০০ চার্টার্ড  (ভিটি-এভিএইচ) উড়ানে ওঠেন রাহুল গান্ধী। ১০.২০ মিনিটে বিমানটি ভারসাম্য হারায়। রোদ ঝলমলে আবহাওয়ায় উড়ানে এমন ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছে কংগ্রেস। তদন্তের দাবি করেছেন কুশল বিদ্যার্থী। তবে ডিজিসিএ-র দাবি, 'অটোপাইলট মোডে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। প্রতিটি ভিভিআইপির ক্ষেত্রে নিরাপত্তাজনিত অভিযোগ খতিয়ে দেখা হয়। এক্ষেত্রেও তা হবে।'  
 

আরও পড়ুন- একটা দুর্ঘটনা মায়ের কোল থেকে কেড়ে নিল তিন সন্তান

.