রাজ্যে ঢুকে পড়েছে ৬ জইশ জঙ্গি! পঞ্জাবে জারি হাই অ্যালার্ট

ওইসব জঙ্গি দিল্লির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

Updated By: Nov 15, 2018, 09:15 PM IST
রাজ্যে ঢুকে পড়েছে ৬ জইশ জঙ্গি! পঞ্জাবে জারি হাই অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদন: জঙ্গি আতঙ্কে পঞ্জাব। রাজ্যের গোয়েন্দাদের আশঙ্কা, রাজ্যে ঢুকে পড়েছে কমপক্ষে ৬ জঙ্গি। এরা পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এর সদস্য।

ওইসব জঙ্গি দিল্লির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দাদের অনুমান ওইসব জঙ্গি পঞ্জাবের সীমান্তবর্তি ফিরোজপুর দিয়ে ভারতে ঢুকেছে। এরজন্য পঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন-এক্সক্লুসিভ: অত্যাধুনিক বাসই হতে চলেছে বঙ্গ বিজেপির রথ   

পঞ্জাব পুলিসের কাউন্টার ইন্টেলিজেন্স ইনস্পেক্টর জেনারেল একটি চিঠিতে রাজ্য প্রশাসনকে জানিয়েছেন, পঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে কমপক্ষে ৬-৭ জন জঙ্গি ঢুকে পড়েছে। তারা সম্ভবত দিল্লির দিকে যেতে পারে। এনিয়ে সীমান্তবর্তি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে বলে ওই নোটে জানানো হয়েছে। এর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।

আরও পড়ুন-বীরভূমের পুলিস সুপারের পদ থেকে থেকে ছুটি হয়ে গেল কুণাল আগরওয়ালের

উল্লেখ্য, বুধবার মাধোপুরে বন্দুক দেখিয়ে একটি ট্যাক্সি ছিনতাই করে ৪ জন। তার পরেই সতর্ক প্রশাসন। ২০১৬ সালে এভাবেই গাড়ি ছিনতাই করে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। ওই গাড়িটিকে জম্মু থেকে ভাড়া করে ৪ জন। মাধেপুরায় এসে তারা চালককে মারধর করে তাড়িয়ে দেয়। ওই ট্যাক্সি ড্রাইভার পরে পুলিসকে সেই খবর দেন।

২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোট বায়ুসেনাঘাঁটিতে হামলা চালায় পাক জঙ্গিরা। তাদের হামলায় মৃত্যু হয় ৭ জনের।

 

.