জওয়ানদের নিয়ে পোস্টের জেরে গ্রেফতার অসমের লেখক
বৃহস্পতিবার লেখককে আদালতে তোলা হবে।
নিজস্ব প্রতিবেদন: পুরনো বিতর্ক। বেতকভুক সেনারা মারা গেলে তাঁরা কি শহিদ মর্যাদার যোগ্য? নতুন করে সেই পুরনো বিতর্ক তুলে দিয়ে প্রথমে সমালোচিত ও পরে গ্রেফতার হলেন অসমিয়া লেখক শিখা শর্মা।
মাওবাদী হামলায় (Maoist attack) নিহত জওয়ানদের নিয়ে নেটমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় গুয়াহাটির (Guwahati) লেখক Sikha Sarma-র বিরুদ্ধে সোমবার দায়ের হয় দেশদ্রোহের মামলা। দেশদ্রোহ আইনে মঙ্গলবারই গুয়াহাটি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিস (Guwahati Police)। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে।
আরও পড়ুন: গাড়িতে একা থাকলেও পরতে হবে Mask, রায় আদালতের
সম্প্রতি ছত্তীসগঢ়ে (Chattisgarh) মাওবাদী হামলায় নিহত জওয়ানদের 'শহিদ' তকমা দেওয়ায় আপত্তি তোলেন শিখা। Facebook পোস্টে তিনি লেখেন-- কোনও পেশায় বেতনভুক (Salaried professionals) কোনও ব্যক্তি কর্তব্যরত অবস্থা মারা গেলেই তাঁকে 'শহিদ' (martyr) বলা চলে না। তাই যদি হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ বিভাগে (electricity department) কর্মরত কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে, তাঁকেও শহিদ বলা উচিত। সংবাদমাধ্যমকে বলি, মানুষের মনে আবেগ তৈরি করবেন না।
এই পোস্টের পরেই সমালোচনার ঝড় বয়ে যায় অসম জুড়ে।
আরও পড়ুন: এবার পাঞ্জাবেও Night Curfew