সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণে মূল অভিযুক্ত কাজ করছেন মোহন ভগবাতের ইঙ্গিতেই , প্রমাণ অডিও ক্লিপে!

আরএসএস শীর্ষ নেতৃত্বের ইঙ্গিতেই সমঝোতা এক্সপ্রেস এবং মালেগাঁও-এ বিস্ফোরণে অভিযুক্ত অসীমানন্দ সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছিলেন৷ এমন খবর প্রকাশিত হল ‘দ্য ক্যারাভান’ নামে এক পত্রিকায়৷

Updated By: Feb 6, 2014, 12:18 PM IST

আরএসএস প্রধান মোহন ভগবাতের ইঙ্গিতেই সমঝোতা এক্সপ্রেস এবং মালেগাঁও-এ বিস্ফোরণে অভিযুক্ত অসীমানন্দ সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছিলেন৷ এমন খবর প্রকাশিত হল ‘দ্য ক্যারাভান’ নামে এক পত্রিকায়৷

পত্রিকার তরফে দাবি করা হয়েছে, গত ২ বছরে ৪ বার তাদের এক সাংবাদিক মালেগাঁও এবং সমঝোতা বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত স্বামী অসীমানন্দের সাক্ষাত্কার নিয়েছেন৷ পত্রিকার দাবি, সেই সাক্ষাত্কারে নাকি অসীমানন্দ জানিয়েছিলেন, জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য আরএসএস-এর শীর্ষ নেতৃত্বই তাঁকে সবুজ সঙ্কেত দিয়েছিল৷

এই দাবির পক্ষে প্রমাণ স্বরূপ ‘দ্য ক্যারাভ্যান’ পত্রিকা দু’টি অডিও ক্লিপ প্রকাশ করেছে৷

সেই অডিও ক্লিপের কথোপকথনে যাঁদের নাম শোনা গেল, তাঁদের মধ্যে আরএসএস নেতা সুনীল জোশী খুন হয়েছেন৷ কিন্তু বিস্ফোরণের অভিযোগে এখনও জেলবন্দি অসীমানন্দ৷
যদিও আরএসএস-এর দাবি, দ্য ক্যারাভ্যান পত্রিকার তরফে জারি অডিও ক্লিপ ভুয়ো৷

অসীমানন্দের আইনজীবীর অবশ্য দাবি, এ রকম কোনও সাক্ষাত্‍কারই দেননি তাঁর মক্কেল৷

প্রসঙ্গত, ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে, মহারাষ্ট্রের মালেগাঁওয়ে বিস্ফোরণে ৩৭ জনের মৃত্যু হয়৷ পরের বছর পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণে ৬৮ জনের মৃত্যু হয়েছিল৷

.