ক্রমশ দ্বিতীয় জাকির নাইক হয়ে উঠছেন ওয়েসি: বাবুল সুপ্রিয়
বহু বছর ধরে পড়ে থাকা অযোধ্য মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ। ওই রায়ে বলা হয়েছে বিতর্কিত জমিতেই তৈরি হবে মন্দির।
নিজস্ব প্রতিবেদন: অযোধ্যা মামলা নিয়ে আসাদুদ্দিন ওয়েসির মন্তব্যের পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবার বাবুল বলেন, ক্রমশই দ্বিতীয় জাকির নাইক হয়ে উঠছেন ওয়েসি।
আরও পড়ুন-দেউলিয়া রিলায়েন্স কমিউনিকেশনস, ইস্তফা দিলেন অনিল অম্বানি
উল্লেখ্য, শুক্রবারই এক সাক্ষাতকারে অযোধ্যা রায় নিয়ে ওয়েসি বলেন, মসজিদ ফেরত চাই। এক পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে আসাদুদ্দিন ওয়েসি বলেন, একখণ্ড জমির জন্য লড়াই করিনি। চাইছিলাম আমাদের আইনি অধিকার বজায় থাকুক। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে বাবরি মসজিদ তৈরির করার জন্য কোনও মন্দির ভাঙা হয়নি। তাই আমি মসজিদ ফেরত চাই।
Union Minister Babul Supriyo in West Bengal: Asaduddin Owaisi is becoming second Zakir Naik. If he speaks more than required, then we do have law and order in our country. pic.twitter.com/X7JgOkCVxb
— ANI (@ANI) November 16, 2019
ওয়েসির ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার বাবুল সুপ্রিয় বলেন, আসাদুদ্দিন ওয়েসি ক্রমশ দ্বিতীয় জাকির নাইক হয়ে উঠছেন। উনি যদি বেশি কথা বলে তাহলে আমাদেরও হাতে আইন রয়েছে।
প্রসঙ্গত, বহু বছর ধরে পড়ে থাকা অযোধ্য মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ। ওই রায়ে বলা হয়েছে বিতর্কিত জমিতেই তৈরি হবে মন্দির। মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই ৫ একর জমি দিতে হবে।
আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরের খালে বেঘোরে মৃত্যু ডলফিনের, প্রশ্নের মুখে বনদফতরের ভূমিকা
ওই রায়ের পরেই বিভিন্ন মাধ্যমে তাঁর প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন(মিম) প্রধান বলেন, এই রায়ে খুশি নই। সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। একটা আইনি লড়াই লড়ছিলাম। ৫ একর জমির কোনও প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট সবার ওপরে তবে তা ত্রুটিমুক্ত নয়।