বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন 'ঘরের ছেলে'
৯ মাস পর দিল্লির উপনির্বাচনের ঠিক আগে বিজেপি ছাড়লেন অরবিন্দ সিং লাভলি। ফিরে গেলেন পুরনো দল কংগ্রেসে।
নিজস্ব প্রতিবেদন: ৯ মাস পর ঘরে ছেলে ঘরে ফিরলেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরবিন্দ সিং লাভলি। তিনিই শনিবার ফিরলেন পুরনো দলে। লাভলির কথায়, ''আদর্শগতভাবে ওই দলে আমি মানানসই ছিলাম না।''
কংগ্রেসে অরবিন্দ সিং লাভলিকে বরণ করে নেন দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় মাকেন। লাভলি বলেন,''মন থেকে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেনি। হতাশা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম।''
BJP leader Arvinder Singh Lovely rejoins Congress in presence of Ajay Maken, PC Chacko and others in #Delhi. pic.twitter.com/jvxDtWsGOq
— ANI (@ANI) February 17, 2018
Mere liye koi khushi ka nirnay (leaving Congress, joining BJP) nahi tha. Peedha mein liya hua decision tha woh. Ideologically main wahaan (BJP) misfit tha: Arvinder Singh Lovely after rejoining Congress. pic.twitter.com/tS6VY8IxP6
— ANI (@ANI) February 17, 2018
গতবছর দিল্লিতে পুরনিগমের নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগদান করেছিলেন লাভলি। ১৯৯৮ সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধায়ক হয়েছিলেন তিনি। রাজধানীতে ২০টি আসনে উপনির্বাচনের আগে লাভলির যোগদান দলকে নতুন উদ্যম দেবে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।
আরও পড়ুন- মহাভারত উপহার দিয়ে মোদীর মন জিতলেন রৌহানি