মোদীর বিরুদ্ধে বারাণসীতে প্রার্থী কেজরিওয়াল, জানালেন আপ নেতা বালাকৃষ্ণনন

শীলা দীক্ষিতের পর এবার নরেন্দ্র মোদী! আসন্ন লোকসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের লড়তে চলেছেন নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে। কাল বিজেপির চতুর্থ প্রার্থীপদ ঘোষণার পরই জল্পনা চলছিন মোদীর বিরুদ্ধে বারাণসী থেকেই দাঁড়াতে চলেছেন কেজরিওয়াল।

Updated By: Mar 16, 2014, 03:12 PM IST

শীলা দীক্ষিতের পর এবার নরেন্দ্র মোদী! আসন্ন লোকসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের লড়তে চলেছেন নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে। কাল বিজেপির চতুর্থ প্রার্থীপদ ঘোষণার পরই জল্পনা চলছিন মোদীর বিরুদ্ধে বারাণসী থেকেই দাঁড়াতে চলেছেন কেজরিওয়াল।

আজ সেই জল্পনায় সিলমোহর দিলেন আম জনতা পার্টি-এর শীর্ষ নেতা ভি বালাকৃষ্ণনন। বালাকৃষ্ণনন জানান, অরবিন্দ কেজরিওয়াল বারাণসী কেন্দ্র থেকেই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবশ্য আপের ঘোষিত নীতি সাংবাদিক সম্মেলনে দলের মুখপত্র মুখ না খোলা হলে তা দলের বক্তব্য নয়।

দিল্লির কুর্সি দখলের পথে অরবিন্দ কেজরিওয়াল হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে। এবার দেশ দখলের লক্ষ্যে নেমে কেজরিওয়াল লড়তে চলেছেন মোদীর বিরুদ্ধে। কেজরিওয়াল আগেই বলেছিলেন, তিনি সেখান থেকে লড়তে চান যেখানে নরেন্দ্র মোদী দাঁড়াবেন।

.