আইআইটির প্রাক্তনী পূনর্মিলনে আমন্ত্রিত কেজরিওয়াল, আসতে পারেন কলকাতায়

আগামী সপ্তাহে কলকাতা আসতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। আইআইটির পুনর্মিলন অনুষ্ঠানে প্রাক্তনী হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে আম আদমির এই নেতাকে। সব ঠিক থাকলে সতেরো জানুয়ারি শহরে আসবেন দিল্লির মুখ্যমন্ত্রী। একসময় এখানেই কৃতী ছাত্র ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে দিল্লির মসনদ দখল করে আম আদমির মনপসন্দ নেতা তিনি।

Updated By: Jan 10, 2014, 11:25 PM IST

আগামী সপ্তাহে কলকাতা আসতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। আইআইটির পুনর্মিলন অনুষ্ঠানে প্রাক্তনী হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে আম আদমির এই নেতাকে। সব ঠিক থাকলে সতেরো জানুয়ারি শহরে আসবেন দিল্লির মুখ্যমন্ত্রী। একসময় এখানেই কৃতী ছাত্র ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে দিল্লির মসনদ দখল করে আম আদমির মনপসন্দ নেতা তিনি।

প্রাক্তন ছাত্রের মুখে তাঁর সফলতার কথাই শুনতে এখন দিন গুনছেন আইআইটির বর্তমান ছাত্ররা। আগামী সপ্তাহে রয়েছে আইআইটির পুর্ণমিলন অনুষ্ঠান। আম আদমির নেতাকে সেখানেই আমন্ত্রন জানানো হয়েছে। আইআইটি সূত্রের খবর ১৭, ১৮, ১৯ এই তিন দিনই রয়েছে ওই অনুষ্ঠান। ছাত্র ছাত্রীরা জানাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থাও করা হচ্ছে। আর এই সুযোগই হাতছাড়া করতে চাইছে না আম আদমির কলকাতার সদস্যরা।

দিল্লির মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে, তারা চাইছেন জনসভাও করতে। তবে সবটাই নির্ভর করছে কেজরিওয়ালের সম্মতির উপরে। কলকাতার আপ নেতারা এখন দিল্লিতে তাঁকে রাজি করানোর চেষ্টা করছেন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন নিজের সাধের ক্যাম্পাসে যেতে চান পুরনো বন্ধুদের সঙ্গে মোলাকাত করতে। সেই আশায় খড়গপুর আইআইটির ছাত্ররা, অন্তত একদিন আসুন কেজরিওয়াল।

.