তথ্য গোপনের অভিযোগে করা মামলায় জামিন পেলেন কেজরিওয়াল
২০১৩-র বিধানসভা নির্বাচনের সময় তথ্য গোপন করার অভিযোগে মামলা হয় দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই মামলাটি করে তাঁর বিরুদ্ধে। আজ সেই মামলায় তাঁকে ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির মেট্রোপলিটন আদালত।
ওয়েব ডেস্ক : ২০১৩-র বিধানসভা নির্বাচনের সময় তথ্য গোপন করার অভিযোগে মামলা হয় দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই মামলাটি করে তাঁর বিরুদ্ধে। আজ সেই মামলায় তাঁকে ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির মেট্রোপলিটন আদালত।
৩১ অগাস্ট এই মামলার শুনানি ছিল। কিন্তু বিশেষ কাজের জন্য তিনি সেদিন আদালতে হাজার হতে পারেননি। আজ তাই সেই মামলার শুনানি হয়। ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন গ্রাহ্য করা হয়। ২০১৭ সালের ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের নির্বাচনের আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দুই সদস্য নিরজ সাক্সেনা ও অনুজ আগরওয়াল কেজরিওয়ালের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে মামলা করেন।