শুক্রবার পর্যন্ত কেজরিওয়ালের ঠিকানা তিহার জেল

গ্রেফতার করে তিহার জেলে পাঠানো হল অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর বিরুদ্ধে নীতিন গড়করির করা অভিযোগে ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মুক্তির সিদ্ধান্ত নেন ম্যাজিস্ট্রেট গোমতী মানোচা। কেজরিওয়াল সেই টাকা দিতে অস্বীকার করলে তাঁকে ২ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়।

Updated By: May 21, 2014, 08:15 PM IST

গ্রেফতার করে তিহার জেলে পাঠানো হল অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর বিরুদ্ধে নীতিন গড়করির করা অভিযোগে ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মুক্তির সিদ্ধান্ত নেন ম্যাজিস্ট্রেট গোমতী মানোচা। কেজরিওয়াল সেই টাকা দিতে অস্বীকার করলে তাঁকে ২ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়।

গোমতী বলেন, এইসব ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিগত বন্ডে অস্বীকার করলে তাকে আমরা জেল হেফাজতে পাঠিয়ে থাকি। আগামী ২৩ মে তাঁকে আদালতে পেশ করা হবে। বুধবার আদালতের শমন অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে হাজিরা দেন কেজরিওয়াল। কিন্তু, বন্ডের টাকা দিতে অস্বীকার করেন। ম্যাজিস্ট্রেটের বক্তব্য, কেজরিওয়াল সময়মতো আদালতে হাজিরা দিয়েছেন ঠিকই, কিন্তু বন্ডের টাকা তিনি দেবেন না কেন? সবকিছুর একটা পদ্ধতি রয়েছে। কেন এক্ষেত্রে আমরা অন্যরকম কিছু করব? কেজরিওয়াল আদালতের কাছে কেন আচরণের আশা করছেন তা জানতে চান ম্যাজিস্ট্রেট।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, তিনি কোনও অপরাধ করেননি। কোনও ব্যতিক্রমি আচরণের আশাও করছেন না। আমি কোনও ভুল করিনি তাই জামিনের টাকাও দেব না, জেলে যেতে হলে যাব। কেজরিওয়ালের আইনজীবী প্রশান্ত ভূষণ ও রাহুল মেহরা বলেন, এইসব রাজনৈতিক মামলা। আম আদমি পার্টির নিয়ম অনুযায়ী সদস্যরা বন্ডের টাকা দেবেন না। অন্যদিকে, আইন সকলের জন্য এক বলে ভূষণের বিরোধিতা করেছেন গড়করির আইনজীবী পিঙ্কি আনন্দ।

.