২৯টি পণ্যের জিএসটি হার পরিবর্তন, ঘোষণা জেটলির
ফের জিএসটি কাঠামোয় পরিবর্তন। ২৫ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে সংশোধিত জিএসটি হার।
নিজস্ব প্রতিবেদন: ফের জিএসটি কাঠামোয় পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। এদিন ২৯টি পণ্য ও ৫৩টি পরিষেবার জিএসটি হার পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর জেটলি বলেন, '২৫ জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে এই সংশোধিত জিএসটি হার।'
GST Council today approved rate changes of 29 goods and 53 categories of services: Finance Minister Arun Jaitley after GST meet pic.twitter.com/u0ZoGh7gkN
— ANI (@ANI) January 18, 2018
আশা থাকলেও পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনা নিয়ে এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি। তবে আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
Today it was not discussed but its possible it will be discussed in the next meeting: FM Jaitley on if petrol/diesel will be brought under GST pic.twitter.com/0Q2W1FEPsx
— ANI (@ANI) January 18, 2018
জিএসটি রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সরলীকরণ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তবে এব্যাপারে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেটলি বলেন, ''নন্দন নিলকেনি বিস্তারিত উপস্থাপনা পেশ করেছেন।''
The revised #GST rates will be applicable from January 25: FM Arun Jaitley after GST meet pic.twitter.com/35prta4StM
— ANI (@ANI) January 18, 2018