কাশ্মীরে মধ্যস্থতাকারী নিয়োগের প্রভাব পড়বে না সেনা অভিযানে, বললেন বিপিন রাওয়াত

Updated By: Oct 25, 2017, 03:23 PM IST
কাশ্মীরে মধ্যস্থতাকারী নিয়োগের প্রভাব পড়বে না সেনা অভিযানে, বললেন বিপিন রাওয়াত

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকার মধ্যস্থাকারী নিয়োগ করলেও কাশ্মীরে সেনা অভিযানে তার কোনও প্রভাব পড়বে না। পুরনো পন্থাতেই জঙ্গিদমন চালিয়ে যাবেন নিরাপত্তারক্ষীরা। বুধবার একথা জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। গত সোমবার প্রাক্তন আইবি প্রধান দীনেশ্বর শর্মাকে কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতাকারী নিয়োগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার পথ খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। 

আরও পড়ুন - গুজরাটে ভোট ৯ ও ১৪ ডিসেম্বর, ফল ঘোষণা ১৮ ডিসেম্বর

বুধবার বিপিন রাওয়াত বলেন, ''সরকার ওঁকে নিয়োগ করেছে। ওঁকে কাজ করতে দিন। ওঁর নিয়োগ সেনার কার্যকলাপকে কোনও ভাবে প্রভাবিত করবে না।'' তাঁর মতে, কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের নীতি ফলপ্রসূ হয়েছে বলেই দরকষাকষির জায়গায় রয়েছে ভারত।  

ওদিকে মধ্যস্থতাকারী হিসাবে কাজ শুরুর আগে পূর্ববর্তী মধ্যস্থতাকারীদের যাবতীয় বক্তব্য ও আলোচনা তাঁকে জানতে হবে বলে মন্তব্য করবেন দীনেশ্বর শর্মা। তিনি বলেন, পূর্ববর্তী কমিটিগুলির তৈরি রিপোর্ট পড়ার পরই আমি কাজ শুরু করব। তাঁদের সঙ্গে কার কী কথা হয়েছে তা না জেনে কাজ শুরু করা সম্ভব নয়।

 

.