ফের আন্দোলনে আন্না হাজারে
লোকপাল বিল ইস্যুতে সর্বদল বৈঠক ভেস্তে যাওয়ায় প্রবল চাপে পড়েছে কেন্দ্র। সেই সঙ্গেই অনিশ্চিত হয়ে পড়েছে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পেশের সম্ভাবনা।
লোকপাল বিল ইস্যুতে সর্বদল বৈঠক ভেস্তে যাওয়ায় প্রবল চাপে পড়েছে কেন্দ্র। সেই সঙ্গেই অনিশ্চিত হয়ে পড়েছে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পেশের সম্ভাবনা।
এই পরিস্থিতিতে মনমোহন সরকারের রক্তচাপ বাড়িয়ে নতুন আন্দোলনের দিশানির্দেশিকা ঘোষণা করলেন আন্না হাজারে। রালেগাঁও সিদ্ধির প্রবীণ গাঁধীবাদী নেতার ঘোষণা নতুন বছরের প্রথম দিন থেকেই জেল ভরো আন্দোলন শুরু করবেন তিনি। পাশাপাশি শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাশ না হলে আগামী ২৭ ডিসেম্বর থেকে মুম্বইয়ে ফের অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরুর কথাও জানিয়েছেন আন্না।
মনে করা হচ্ছে, প্রবল শীতের কারণেই আন্না হাজারে রাজধানী দিল্লি থেকে বাণিজ্যিক রাজধানী মুম্বইতে আন্দোলন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত এপ্রিল এবং অগাস্টে কড়া লোকপাল বিলের দাবিতে দুবার অনশনে বসেছিলেন মহারাষ্ট্রের এই প্রবীণ সমাজকর্মী।
কংগ্রেস সূত্রে খবর, শনিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাশিয়া থেকে ফেরার পর রবিবার বা সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে লোকপাল বিল পেশ করা হবে। তার পর আগামী সপ্তাহের গোড়াতে বিলটি সংসদে পেশ করা হতে পারে। বিলের নয়া খসড়ায় শর্তসাপেক্ষে প্রধানমন্ত্রী পদ এবং সিবিআই-এর `দুর্নীতিবিরোধী তদন্তে নিয়োজিত অংশ`কে লোকপালের আওতায় আনা হতে পারে।
কেন্দ্রের সঙ্গে টিম আন্নার সঙ্গে মতানৈক্য রয়েছে গ্রুপ `সি` এবং `ডি` স্তরের আমলাদের লোকপালের আওতায় আনার বিষয়টি নিয়েও। বস্তুত নয়া লোকপাল বিলের খসড়ায় একাধিক ইস্যুতে জটিলতা থাকায়, বুধবারের সর্বদল বৈঠকে এই ইস্যুতে তাড়াহুড়ো না করতে কেন্দ্রকে পরামর্শ দেন গুরুদাস দাশগুপ্ত। একই কথা বলেন বৈঠকে হাজির লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ানও।