''রাষ্ট্রপতি আসুন, সঙ্ঘী মানসিকতার কাউকে ঢুকতে দেব না''

রাষ্ট্রপতির উপস্থিত থাকা নিয়ে বিতর্ক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। 

Updated By: Feb 24, 2018, 07:01 PM IST
''রাষ্ট্রপতি আসুন, সঙ্ঘী মানসিকতার কাউকে ঢুকতে দেব না''

নিজস্ব প্রতিবেদন: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আমন্ত্রণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোয় কার্যত নাখুশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। তাদের বক্তব্য, রাষ্ট্রপতি আসলেও সঙ্ঘের রাজনীতিবিদদের ঢুকতে দেওয়া হবে না। 

৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। ওই অনুষ্ঠানে থাকার সম্মতি দিয়েছেন রামনাথ কোবিন্দ। এনিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন ছাত্র সংগঠনের সম্পাদক মহম্মদ ফাওয়াদ। তাঁর কথায়, ''আমরা রাষ্ট্রপতির বিরোধিতা করছি না তবে 'সঙ্ঘী' মানসিকতার বিরোধী। ২০১০ সালে এই রাষ্ট্রপতিই বলেছিলেন, খৃষ্ট্রান ও মুসলিমরা ভিনদেশের।''
  

ফাওয়াদের কথায়,''প্রোটোকল অনুযায়ী আসতে যে কেউ আসতে পারেন, তবে সঙ্ঘের লোক এলে প্রতিবাদ করব।''  

 

.