আম্মা ক্যান্টিনের পর আম্মা ফার্মাসি

আম্মা ক্যান্টিনের পর এবার আম্মা মারুনদাগাম নিয়ে এল জয়ললিতা সরকার। বৃহস্পতিবার আম্মার নামে সারা রাজ্যে ১০০টি মারুনদাগাম অর্থাত্‍ ওষুধের দোকান খুলেছে তামিলনাড়ু সরকার। এর মধ্যে ৯০টি চেন্নাই শহরে ও বাকি ১০টি রাজ্যের অন্যান্য জেলায়।

Updated By: Jun 27, 2014, 12:11 AM IST

আম্মা ক্যান্টিনের পর এবার আম্মা মারুনদাগাম নিয়ে এল জয়ললিতা সরকার। বৃহস্পতিবার আম্মার নামে সারা রাজ্যে ১০০টি মারুনদাগাম অর্থাত্‍ ওষুধের দোকান খুলেছে তামিলনাড়ু সরকার। এর মধ্যে ৯০টি চেন্নাই শহরে ও বাকি ১০টি রাজ্যের অন্যান্য জেলায়।

মাত্র ৪ শতাংশ লাভে কম দামে ওষুধ মিলবে এইসব দোকানে। যেখানে সাধারণ ওষুধের দোকানে লাভ রাখা হয় ১৪ শতাংশ। রাজ্যে এরমধ্যেই জনপ্রিয় আম্মা ক্যান্টিন, আম্মা মিনারেল ওয়াটার ও আম্মা সল্ট। এই প্রকল্পে ২০ কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার।

তামিল নাড়ুতে আম্মা ডাকেই জনপ্রিয় ৬৬ বছরের জয়ললিতা।

.