অসমে `ধর্ষণ উৎসবের` উল্লেখ মার্কিন ওয়েব সাইটে, প্রশ্নে ভারতের সম্মান
ভারতীয় মহিলাদের নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্য মার্কিন ওয়েব সাইটে। একটি ওয়েব সাইটে উঠে এসেছে অসমের নাম। সাইটটি প্রতিবেদনটির শিরোনামে লেখা হয়েছে, `এই সপ্তাহে শুরু হচ্ছে ভারতের অসম ধর্ষণ উৎসব` (The Assam Rape Festival In India Begins This Week)। নভেম্বরের ৩ তারিখ ন্যাশানাল রিপোর্ট ডট নেটে প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয়।
ভারতীয় মহিলাদের নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্য মার্কিন ওয়েব সাইটে। একটি ওয়েব সাইটে উঠে এসেছে অসমের নাম। সাইটটি প্রতিবেদনটির শিরোনামে লেখা হয়েছে, `এই সপ্তাহে শুরু হচ্ছে ভারতের অসম ধর্ষণ উৎসব` (The Assam Rape Festival In India Begins This Week)। নভেম্বরের ৩ তারিখ ন্যাশানাল রিপোর্ট ডট নেটে প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সাধারণত সত্য বলেই মেনে নেয় পাঠক। ফলে বিতর্ক তৈরি হওয়াটাও স্বাভাবিক। প্রতিবেদনে লেখা হয়েছে, যিশুখ্রিস্টর জন্মের ৪৩ বছর আগে অসমে উৎসবটি শুরু হয়। যেখানে অশুভ দৈত্য হিসাবে মেয়েদের ধর্ষণ করেন পুরুষরা। ফেসবুকে খবরটি শেয়ার হয়েছে ২লক্ষ ১২ হাজার। `রেপ ফেস্টিভাল`-এর খবরটি ১হাজার ৮০০ জন নিজেদের টুইটার পেজে শেয়ার করেছেন।
মার্কিন ওয়েব সাইট তুলে ধরেছে ২৪ বছরের হরিকৃষ্ণর কথা। হরিকৃষ্ণর সাংবাদিকদের জানিয়েছে, "আমি প্রতি বছর ধর্ষণ উৎসবে যাই। আমি প্রতিদিন আমার বোন ও তাঁর বান্ধবীদের ধর্ষণ করি।" প্রথা অনুযায়ী অনুষ্ঠানে অংশ নিয়ে বালকৃষ্ণণ পুরস্কার জিতে `রেপ সুপারস্টার` হওয়ার দাবি রাখে ২৪ বছরের ছেলেটি। বিতর্ক দানা বাঁধতেই দায় এড়াচ্ছে সংবাদমাধ্যমটি। গোটা খবরটি মিথ্যে বলে দাবি করেছে ওয়েব সাইটটি।
শুধু তাই নয়। প্রতিবেদনটিতে দেশ বিদেশের মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হয়। দেওয়া হয় অসম ধর্ষণ উৎসবে নাম লেখানোর ২৪ ঘণ্টা হটলাইন নম্বর। খবর জানাজানি হতেই, সক্রিয় হয়েছে অসম পুলিস। এই প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে সবটা পরিস্কার হয়। অসম সিআইডির অ্যাডিশানাল পুলিস সুপার বলেন, উগান্ডার থেকে খবরটি সূত্র পাওয়া যায়। আমেরিকার হোস্টনে সংবাদ মাধ্যমটি-র অফিস বলেও জানায় পুলিস।