আন্দামানে আদিম জনজাতির আক্রমণে নিহত মার্কিন পর্যটক

ঘটনার খবর আন্দামান প্রশাসনের কাছে পৌঁছতেই তত্পরতা বাড়ে। বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় পর্যটককে নিয়ে যাওয়ায় গ্রেফতার করা হয়েছে ৭ মত্স্যজীবীকে। দেহের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। 

Updated By: Nov 21, 2018, 12:37 PM IST
আন্দামানে আদিম জনজাতির আক্রমণে নিহত মার্কিন পর্যটক

নিজস্ব প্রতিবেদন: আদিম জনজাতিদের দেখতে গিয়ে আন্দামানে প্রাণ গেল এক মার্কিন নাগরিকের। সেন্টিনালি জনগোষ্ঠীর মানুষের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। নিহত ব্যক্তির নাম এখনো জানা যায়নি। দেহটিও উদ্ধার করতে পারেনি আন্দামান প্রশাসন। 

জানা গিয়েছে, ৭ মত্স্যজীবীর সঙ্গে আন্দামানের উত্তর সেন্টিনালি দ্বীপে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা দেখতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ওই মার্কিন নাগরিক। দ্বীপে পৌঁছতেই তার ওপর তীর ধনুক নিয়ে হামলা করেন আদিবাসীরা। এর পর দেহ টানতে টানতে সৈকতে নিয়ে গিয়ে বালিতে পুঁতে দেন তাঁরা। 

ঘটনার খবর আন্দামান প্রশাসনের কাছে পৌঁছতেই তত্পরতা বাড়ে। বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় পর্যটককে নিয়ে যাওয়ায় গ্রেফতার করা হয়েছে ৭ মত্স্যজীবীকে। দেহের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। 

কটকে সেতুর রেলিং ভেঙে মহানদীতে বাস! মৃত অন্তত ১২

আন্দামান দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে বাস করে নানা আদিম জনজাতি। বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ পছন্দ করে না তারা। তেমনই একটি জনজাতি সেন্টিনালি। আন্দামানের উত্তর সেন্টিনালি দ্বীপে থাকেন তেমনই আদিম জনজাতিভুক্ত মানুষ। যাদের জনসংখ্যা ৪০ - ৫০০-র মধ্যে বলে অনুমান প্রশাসনের। 

 

.